Advertisment

RG Kar Incident: বিধানসভায় আরজি করের নির্যাতিতার বাবা-মা, চোখের জল মোছালেন শুভেন্দু

Kolkata Doctor Rape & Murder Case: মঙ্গলবার বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় গিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির অন্য বিধায়কদের সঙ্গে তাঁরা দেখা করেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar victims parents meet Suvendu Adhikari in WB Assembly: আরজি করের নির্যাতিতার বাবা মা, শুভেন্দু অধিকারী, বিধানসভা

বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে আরজি করের নির্যাতিতার বাবা-মা।

RG Kar victims parents meet Suvendu Adhikari in WB Assembly: বিধানসভায় আরজি করের (RG Kar) নির্যাতিতা বাবা-মা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। BJP নেতা সজল ঘোষের সঙ্গে মঙ্গলবার বিধানসভায় গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। এরপর বিধানসভার ভিতরে ঢুকে শুভেন্দু অধিকারীর ঘরে যান তাঁরা। বেশ কিছুক্ষণ শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির অন্য বিধায়কদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। সুবিচারের দাবি করে আবারও সবাইকে পাশে চেয়েছেন নির্যাতিতার বাবা-মা।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতার বাবা-মা এবার সরাসরি বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন। বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলার সময় নির্যাতিতার বাবা-মা দু'জনেই কেঁদে ফেলেন। কান্নায় ভেঙে পরে নির্যাতিতার বাবা বলেন, "মানুষের সেবা করতে গিয়েছিল আমার মেয়ে। ওকেই পৃথিবী থেকে সরিয়ে দিল। আমরা খবর পেয়ে হাসপাতাল গিয়েছিলাম। পুলিশ ও প্রশাসন সেদিন যেভাবে আমাদের হেনস্থা করেছিল তা আমরা জীবনে ভুলব না। সাড়ে ৩ ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল। অভিনয় করেছিল আমাদের সঙ্গে। টালা থানায় গিয়েও ২ ঘণ্টা বসে রইলাম। আমাদের কেউ পাত্তাই দেয়নি।" 

একথা বলার মাঝেই হাউহাউ করে কাঁদতে দেখা যায় নির্যাতিতার বাবাকে। শুভেন্দু অধিকারী দ্রুত একটি তোয়ালে দিয়ে তাঁর চোখের জল মুছিয়ে দেন। এরপর নির্যাতিতার মা বলেন, "আমার সুস্থ মেয়েটা হাসাতালে রোগীদের সেবা করতেই গিয়েছিল। ডিউটিরত অবস্থায় সেদিন রাত ১১.১৫-এর সময় মেয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। সবাই আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা আপনাদেরও পাশে চাই। মেয়ে কী অপরাধ করল, যে তাকে এত নির্মমভাবে মেরে ফেলা হল? আজও আমরা জানতেই পারমলাম সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল?" 

আরও পড়ুন- Santanu Banerjee: নিয়োগ দুর্নীতিতে এবার জামিন পার্থ ঘনিষ্ঠের, বড় ফ্যাসাদে শান্তনু

আরও পড়ুন- West Bengal News Live: চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে হিন্দু বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, কোথায় আছেন ইস্কনের সন্ন্যাসী?

এরপর এদিন ফের একবার আরজি করের নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, "পুলিশ যা-যা করার.. করেছে। এই মামলায় সুপার জেলে, থানার ওসি জেলে। পৃথিবীর কোথাও এই নজির নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে।"

Suvendu Adhikari RG Kar Case bengal Assembly Assembly West Bengal News
Advertisment