Rituparna Sengupta Summoned by ED: রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচ ঘণ্টা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোন ঋতুপর্ণা সেনগুপ্ত। বেরিয়ে অভিনেত্রী দাবি করেন, ‘রেশন দুর্নীতি’র সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে তাঁর কাছে যা নথিপত্র চাওয়া হয়েছিল, তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে এসেছেন। এর আগে প্রথমবার হাজিরা এড়িয়ে ছিলেন অভিনেত্রী। দ্বিতীয়বার তাঁকে ই-মেল করে ১৯ জুন আসার কথা বলা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। এদিন বেলা ১২ বেজে ৫৩ মিনিটে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান অভিনেত্রী।
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, ‘‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তদন্তকারীরাও সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’’
আজ, বুধবার সকাল থেকেই ইডির সমনের জবাবে হাজিরা দেবেন কি না তা নিয়ে ছড়িয়ে পড়ে চূড়ান্ত জল্পনা। এর আগে বিদেশে থাকার অজুহাতে গত ৫ জুন হাজিরা এড়িয়েছিলেন অভিনেত্রী। সকাল থেকে বিধাননগর পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়ানো হয়। সিজিও কমপ্লেক্স জুড়ে মোতায়েন করা হয়েছে বিধাননগর মহিলা পুলিশ, র্যাফ সহ বিশাল বাহিনী। এদিন হাজিরা বেশ কিছুটা আগে ১২টা নাগাদ ইডি দফতরে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যক্তিগত হিসাবরক্ষক। সঙ্গে এসে পৌঁছান আইনজীবীরাও। এর কিছু সময় পর বেলা ১২টা বেজে ৫৩ মিনিটে ইডি দফতরে হাজির হন অভিনেত্রী। এই মুহূর্তে তাঁকে জেরা করার পর্ব শুরু হয়েছে। রেশন দুর্নীতি মামলায় একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হবে অভিনেত্রীকে।
এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির তলবের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। জেলবন্দি রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ED। রোজভ্যালি বাংলা সিনেমায় বিনিয়োগ করেছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ অনেকেই রোজভ্যালির প্রযোজিত সিনেমায় কাজ করেছিলেন।
আরও পড়ুন Rituparna Sengupta: টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ED-র তলব! হঠাৎ কেন এই ডাক জানেন?
রেশন কেলেঙ্কারির মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। এদিন গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দফতরে প্রবেশ করেন ঋতুপর্ণা। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলেই দাবি ইডি আধিকারিকদের।