পানীয় জলের দাবিতে পথ অবরোধ ঘিরে তুলকালাম উত্তর ২৪ পরগনার ঘোলায়। জলের দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। দীর্ঘক্ষণ বিক্ষোভে এলাকায় তীব্র যানজট। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা। শেষমেশ লাঠিচার্জ করে অবরোধ তোলার চেষ্টা পুলিশের। নামানো হয় RAF।
গত কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার ঘোলার চণ্ডীতলা এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ। প্রশাসনের তরফে জলের সমস্যা মেটানোর ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া হলেও সুরাহা হয়নি। গত এক সপ্তাহের তীব্র দাবদাহের পরিস্থিতিতে এলাকার পানীয় জলের সংকট তীব্র আকার নেয়। বাধ্য হয়েই জলের সুবন্দোবস্ত করার দাবিতে এদিন সকালে পথ অবরোধ করেন স্থানীয়রা। পানিহাটি পুরসভার ২৭ নং ওয়ার্ডে চলে এই অবরোধ।
আরও পড়ুন- কালিয়াগঞ্জে কানুনগোরা, NCPCR-এর পদক্ষেপে রেগে আগুন রাজ্য শিশু সুরক্ষা কমিশন
দীর্ঘ সময় ধরে অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়। শেষমেশ পুলিশ এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় অবরোধকারীদের। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ করে ধেয়ে গিয়ে অবরোধ তোলার চেষ্টা চালায়। পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের পাশাপাশি এলাকার পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিধায়ককে বারবার বলা হলেও তিনি পানীয় জলের সুবন্দোবস্ত করতে পারেননি। এমনকী স্থানীয় কাউন্সিলরও এব্যাপারে কোনও ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ বাসিন্দাদের।