/indian-express-bangla/media/media_files/2025/06/14/VRKny2hoh46vdVPlz2CI.jpg)
Baduria Police Station: বাদুড়িয়া থানা।
Rohingya refugee arrest:বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নতুন ঘটনা নয়। রাজ্যের সীমান্তবর্তী মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মত জেলাগুলিতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থেকে ২২ রোহিঙ্গাকে আটক করলো পুলিশ। এরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। ভিনরাজ্যে বছরখানেক কাটানোর পর তারা এরাজ্যে ফেরে। ফের বাংলাদেশে পালানোর পথেই তাদের আটক করে পুলিশ।
বসিরহাটের বাদুড়িয়া শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লবঙ্গ এলাকা। এই এলাকাতেই প্রথমে ২২ রোহিঙ্গাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, লবঙ্গ এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির নিচে হঠাৎ করে একসঙ্গে বেশ কয়েকজন রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন। এলাকার বাসিন্দাদরা তাদের জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তারা বেশ কয়েক বছর আগে BSF-এর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন।
বেশ কয়েক বছর তাঁরা হায়দরাবাদে ছিলেন। এখন হায়দরাবাদ থেকে তারা আবার এরাজ্যে এসেছেন। এবার এখান থেকেই ফের 'গোপন পথে' বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। এসব শুনে তাঁদের আটকে রেখেছিলেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই রোহিঙ্গাদের আটক করে। বাদুড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক রোহিঙ্গাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি রিফিউজি কার্ডও।
এর আগেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় রোহিঙ্গাদের গতিবিধি নজরে এসেছে। পেহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি, রোহিঙ্গাদের চিহ্নিত করে তাঁদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। এই রোহিঙ্গারাও বেআইনিভাবে ভারতে থাকছিলেন। তাই পুলিশের হাতে ধরা পড়ার আগে তাঁরা নিজেরাই ভারত ছাড়ার পরিকল্পনা করেছিলেন বলে সূত্রের দাবি।