চলছে প্রেমের সপ্তাহ। হাতে গোনা আর মাত্র একটা দিনের অপেক্ষা। প্রেমের জোয়ারে গা ভাসাতে প্রস্তুত প্রেমিক যুগলরা। এবার ভ্যালেন্টাইন্স ডে-এর সঙ্গে বাড়তি পাওয়া সরস্বতি পুজো। বসন্তের প্রাক্কালে শহরজুড়ে প্রেমের মরশুম। ১৪ই ফেব্রুয়ারি প্রেম দিবস উপলক্ষ্যে উথাল-পাথাল প্রেমে গা ভাসতে পুরোদমে তৈরি আপামোর বাঙালি।
প্রেম দিবসে আপনি আপনার কাছের মানুষকে যতই দামি গিফট দেন না কেন, প্রিয়জনের হাতে একটা গোলাপ ফুল তুলে দিয়ে ভালোবাসার কথা বলার মত তৃপ্ত বোধহয় আর কোন কিছুতেই নেই। এমনিতেই সরস্বতি পুজো উপলক্ষে বাজারে ফুলের দাম আকাশছোঁয়া। তার মধ্যে আবার একই দিনে ভ্যালেন্টাইন্স ডে। চাহিদার কথা মাথায় রেখে আগে আগেই বিপুল পরিমাণ রং-বেরঙের গোলাপ মজুত করেছেন ফুল বিক্রেতারা। তবে প্রেমের দিন নিজের সঙ্গী বা সঙ্গিনীকে গোলাপ দিতে পকেটে যে কাঁটা যে ফুটতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
কলকাতার অন্যতম পাইকারি ফুলের বাজার মল্লিকঘাট বাজারে ঢুঁ মারতেই চোখে পড়ল হরেক রমকের গোলাপ। তবে বাজার চেয়ে গিয়েছে ব্যাঙ্গালুরুর ডাচ গোলাপের। এই গোলাপ দামে যেমন হিট ঠিক তেমনই তার 'মায়াবী রূপ' আপনার প্রেমকে কিছুটা বাড়তি মাইলেজ দেবেই।
মল্লিকঘাটের পাইকারি ফুলবাজারে মিনিপল লাল গোলাপের কুঁড়ি বিক্রি হয়েছে ৪ টাকা করে। হলুদ গোলাপের কুঁড়ি ১২ টাকা, গোলাপি রংয়ের গোলাপের কুঁড়ি ১৬ টাকা, ম্যাটগোল্ড প্রজাতির গোলাপের কুঁড়ি প্রতি পিস ১০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ডাচ গোলাপ বিক্রি হয়েছে প্রতি পিস ৩০ টাকা। বেঙ্গালুরু ছাড়াও এ রাজ্যের মেদিনীপুর থেকেও চিরপরিচিত মিনিকুইন চলে এসেছে কলকাতার বাজারে। ১৪ ফেব্রুয়ারির আগে গোলাপের চাহিদা বাড়ে। সে কথা ভেবেই লাখ লাখ গোলাপ হিমঘরে মজুত করেছেন চাষিরা।
ব্যারাকপুর থেকে ফুল কিনতে এসেছেন ব্যবসায়ী মদন সাহা, ওনার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অন্যান্য বারের তুলনায় এবারের গোলাপের চাহিদা কিছুটা বেশি। অন্তত রোজ'ডের পরিসংখ্যান তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও লাভের আশায় বেশি পরিমাণ গোলাপ মজুত করছেন। স্থানীয় গোলাপের তুলনায় ইমপোর্টেড গোলাপের চাহিদাই বেশি। এক বান্ডিল ব্যাঙ্গালুরুর ডাচ গোলাপ বিকোচ্ছে ৪০০-৫০০ টাকা। অর্থাৎ প্রতি পিস পাইকারি গোলাপের দাম পড়ছে ২০-২৫ টাকা। সেই গোলাপই খুচরো বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে।
আরও পড়ুন- প্রেম দিবসের আগে চুটিয়ে উপভোগ করে নিন চুমু দিবস, জেনে নিন চুমুর ভাষা
নিজের প্রেমিকার জন্য দমদম থেকে গোলাপ কিনতে এসেছিলেন অতনু সাহা। গোলাপের দাম শুনে তো চোখ কপালে। কিন্তু সঙ্গিনীকে যে গোলাপ দিতেই হবে। দরদাম করে লাল গোলাপের বান্ডিল ৩৮০ টাকায় নিয়ে হাসি মুখে জানালেন প্রেম দিবস তো একদিনই পকেটে কাঁটা ফুটলেও প্রেমিকাকে তো গোলাপ দিতেই হবে। এদিকে ব্যাঙ্গালুরু থেকে আসা ডাচ গোলাপের জন্য ক্ষিরাই বা মেদিনীপুর থেকে আসা গোলাপের চাহিদা বেশ খানিকটা সেকথা মেনে নিয়েছেন ফুল বিক্রেতাদের অনেকেই।