Advertisment

Tigress Zeenat in Purulia: খাঁচার কাছে এসেও টোপ গিলছে না জিনাত, বাঘিনীকে ধরতে এবার হাতিয়ার Smart Trap Camera

Royal Bengal Tiger in Purulia: বন আধিকারিকদের ধারণা, রাইকা পাহাড়ের জঙ্গলে যথেষ্ট পরিমাণে বুনো শুয়োর রয়েছে। তাই খাবারের অভাব হচ্ছে না জিনাতের। সেই কারণে খাঁচার মধ্যে থাকা ছাগল বা মোষের টোপ সে গেলেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Jhargram News,royal bengal tiger,belpahari,tiger,west bengal news,ঝাড়গ্রাম,বেলপাহাড়ি, বাঘ

Royal Bengal Tiger: প্রতীকী ছবি।

Royal Bengal Tiger in Purulia: খাঁচার চারপাশে ঘুরেও টোপ গেলেনি জিনাত। জঙ্গলের মধ্যে পেতে রাখা খাঁচার মধ্যেই ছিল খাবারের টোপ। কিন্তু খাঁচার ভিতরে ঢুকছেই না বাঘিনী। যার জেরে সোমবার রাতেও অধরা ওড়িশার এই শার্দূল। বনদফতরের হতাশা বেড়েই চলেছে। এবার বাঘিনীকে ধরতে বসানো হচ্ছে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা।

Advertisment

গত ৪ দিন ধরে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার জঙ্গলে চলছে এই বাঘবন্দি খেলা। শত চেষ্টাতেও জিনাতকে বাগে আনতে পারছেন না বনকর্মীরা। কার্যত হতাশায় ভুগছেন তাঁরা। জিনাতের গতিবিধির উপর নজর রাখতে সোমবার পুরুলিয়ার রাইকা পাহাড়ে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। পুরো এলাকা ক্যামেরা দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। রাতে বাঘিনীর গতিবিধির উপর নজর রাখতে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা যুক্ত ড্রোন।

প্রসঙ্গত, ওড়িশার (Odisha) সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়ে এসেছে বাঘিনী জিনাত। গত কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যের জঙ্গলমহলের জায়গায় জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারটি (Royal Bengal Tiger)। এর আগে ঝাড়গ্রামের (Jhargram) জঙ্গলে ঘাপটি মেরেছিল সে। প্রতিনিয়ত তার ওপর নজরদারি চালিয়েছেন বনাধিকারিকরা। তার গলায় রেডিও কলার পরানো থাকার কারণে সহজেই তার গতিবিধি নজরে আসছে বনকর্মীদের।

বন দফতর সূত্রে খবর, রবিবার রাত থেকে রাইকা পাহাড়ে খাঁচা পেতে টোপ দিয়ে অপেক্ষায় ছিলেন বনকর্মীরা। কিন্তু বাঘিনী সেই ফাঁদে পা দেয়নি। রবিবার রাতে খাঁচার কাছাকাছি এসেছিল সে। কিন্তু খাঁচার চারপাশে ঘুরে টোপ গেলেনি সে। বাঘিনী খাঁচার কাছাকাছি এলে তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করার সবরকম প্রস্তুতি সারা রয়েছে। কিন্তু বনকর্মীদের সব ছক ব্যর্থ করে দিচ্ছে জিনাত। বন আধিকারিকদের ধারণা, রাইকা পাহাড়ের জঙ্গলে যথেষ্ট পরিমাণে বুনো শুয়োর রয়েছে। তাই খাবারের অভাব হচ্ছে না জিনাতের। সেই কারণে খাঁচার মধ্যে থাকা ছাগল বা মোষের টোপ সে গেলেনি।

Advertisment

আরও পড়ুন বাঘের হানায় পৌষেও ঘাম ঝরছে! পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য'

বন দফতরের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার জানিয়েছেন, সব মিলিয়ে ৮টি ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। এই ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে বাঘিনীর উপর। খাঁচার কাছাকাছি এলে ঘুমপাড়ানি গুলি করে তাকে কাবু করা হবে। একবার খাঁচার কাছে এসে টোপ দেখে আগ্রহ দেখায়নি জিনাত। এই পরিস্থিতিতে খাবারের লোভ দেখিয়ে তাকে ধরা ছাড়া আর কোনও উপায় নেই।

এদিকে, পর্যটনের (Tourism) ভরা মরশুম চলছে। এই সময়ে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বেড়াতে যান বহু পর্যটক। তবে এবার জঙ্গলমহলে বাঘের উপস্থিতি টের পাওয়ায় পর্যটকদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। কোনও ভাবেই তারা যেন জঙ্গলের মধ্যে ঢুকে না পারেন সে ব্যাপারে বারবার সাবধান করা হচ্ছে।

purulia Royal Bengal Tiger Forest Department
Advertisment