Tiger in Purulia: বাঘের হানায় পৌষেও ঘাম ঝরছে! পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য'

Tiger in Purulia: ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বাঘিনী জিনাত ঢুকে পড়েছে বাংলার জঙ্গলমহলে। ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে এবার সে ঢুকেছে পুরুলিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tiger in Purulia,royal bengal tiger,purulia news,west bengal news today,latest bengali news,পুরুলিয়ায় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার

Royal Bengal Tiger: প্রতীকী ছবি।

Tiger in the forest of Bandwan Purulia: গত কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যের জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে ওড়িশা থেকে আসা রয়েল বেঙ্গল টাইগার। বাঘিনী জিনাতের আতঙ্কে ঘুম ছুটেছে বনকর্তাদের। ঝাড়গ্রাম পেরিয়ে এবার পুরুলিয়ায় (Purulia) ঢুকে পড়েছে বাঘিনী জিনাত। তার খোঁজে রীতিমতো নাজেহাল দশা বনকর্মীদের। একই সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারাও প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছেন।

Advertisment

ওড়িশার (Odisha) সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়ে এসেছে বাঘিনী জিনাত। গত কয়েক সপ্তাহ ধরে এ রাজ্যের জঙ্গলমহলের জায়গায় জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারটি (Royal Bengal Tiger)। এর আগে ঝাড়গ্রামের (Jhargram) জঙ্গলে ঘাপটি মেরেছিল সে। প্রতিনিয়ত তার ওপর নজরদারি চালিয়েছেন বনাধিকারিকরা। তার গলায় রেডিও কলার পরানো থাকার কারণে সহজেই তার গতিবিধি নজরে আসছে বনকর্মীদের।

এবার জানা গিয়েছে, ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে বাঘিনী জিনাত ঢুকে পড়েছে পুরুলিয়ার জঙ্গলে। রবিবার সকাল থেকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে তল্লাশি শুরু করে দিয়েছেন বনকর্মীরা। সুন্দরবন (Sundarbans) থেকে আনা হয়েছে ব্যাঘ্র বিশেষজ্ঞ দলকে। বনকর্মীদের সঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিশেষ দলটিও পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকায় বাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন- West Bengal News Live: লজ্জার বাংলাদেশ! জুতোর মালা পরিয়ে ঘোরানো হল একাত্তরের মুক্তিযোদ্ধাকে

Advertisment

আরও পড়ুন- Bengal Weather Update: বৃষ্টির পর্ব চুকেছে, ঠান্ডার আমেজ গোটা রাজ্যে, বড়দিন থেকেই কাঁপানো শীত বঙ্গে?

বাঘটির ওপর প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। জঙ্গল ছেড়ে সে লোকালয়ে ঢুকে পড়ছে কিনা সে ব্যাপারেও চলছে গভীর নজরদারি। একদিকে বাঘ ধরতে জোরদার তৎপরতা চলছে, অন্যদিকে বাঘের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে অহরহ চলছে মাইকিং। জঙ্গলের রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে অন্য রাস্তা দিয়ে চলাফেরা করতে আবেদন করছে বনদপ্তর।

আরও পড়ুন- Fake Doctors Arrested: চোখ কপালে তোলা ডিগ্রি! শহরের নামী চিকিৎসকের পর্দা ফাঁস

এদিকে, পর্যটনের (Tourism) ভরা মরশুম চলছে। এই সময়ে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বেড়াতে যান বহু পর্যটক। তবে এবার জঙ্গলমহলে বাঘের উপস্থিতি টের পাওয়ায় পর্যটকদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। কোনও ভাবেই তারা যেন জঙ্গলের মধ্যে ঢুকে না পারেন সে ব্যাপারে বারবার সাবধান করা হচ্ছে।

Royal Bengal Tiger purulia jhargram Bangla News Bengali News Today news in west bengal news of west bengal