PM Modi At RSS 100th Anniversary Event: 'ত্যাগ, শৃঙ্খলা এবং জাতির প্রতি সেবার এক উদাহরণ', RSS-এর শতবর্ষে আবেগঘন ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

PM Modi At RSS 100th Anniversary Event: বুধবার দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi At RSS 100th Anniversary Event: বুধবার দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

RSS-এর শতবর্ষে আবেগঘন ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

PM Modi At RSS 100th Anniversary Event: "সঙ্ঘের ১০০ বছরের যাত্রা ত্যাগ, শৃঙ্খলা এবং জাতির প্রতি সেবার এক অনন্য উদাহরণ।" বুধবার দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং আরএসএস-এর অবদান সংক্রান্ত মুদ্রা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী জানান, বিশেষভাবে নকশা করা মুদ্রা ও টিকিটের মাধ্যমে জাতির প্রতি আরএসএসের অবদানকে তুলে ধরা হয়েছে।

Advertisment

বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “আগামীকাল বিজয়া দশমী—যে উৎসব শুভর উপর অশুভের, ন্যায়ের উপর অন্যায়ের, সত্যের উপর অসত্যের এবং আলোর উপর অন্ধকারের জয়ের প্রতীক। ১০০ বছর আগে এই দিন আরএসএস প্রতিষ্ঠা হওয়া কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং এটি ছিল হাজার বছরের ধারাবাহিক ঐতিহ্যের পুনর্জাগরণ। আমরা সৌভাগ্যবান যে সংঘের শতবর্ষ প্রত্যক্ষ করছি।”

আরও পড়ুন- আজ মহানবমীতে খুশির খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্রেকিং আপডেট

প্রধানমন্ত্রী আরও জানান, ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার প্রতিচ্ছবি একটি মুদ্রায় খোদাই করা হয়েছে। ১০০ টাকার স্মারক মুদ্রার একপাশে জাতীয় প্রতীক, অপর পাশে সিংহের মূর্তি সহ ভারত মাতার ছবি রয়েছে। এতে খোদাই করা হয়েছে আরএসএসের মূল মন্ত্র। 

Advertisment

বিশেষ ডাকটিকিট প্রসঙ্গে মোদী বলেন, “১৯৬৩ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএস স্বয়ংসেবকরা গর্বের সাথে অংশ নিয়েছিলেন। আজ প্রকাশিত ডাকটিকিট সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে। এতে জাতির সেবায় নিবেদিত স্বয়ংসেবকদের প্রতিফলিত করা হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “সংঘের কাছে দেশ সবার আগে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ১৯৪২-এর আন্দোলন পর্যন্ত, স্বেচ্ছাসেবকরা সকল ত্যাগ স্বীকার করেছেন। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই, প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোভিড-১৯ মহামারীর সময়—প্রতিটি দুর্যোগে সংঘ মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর বহুবার সংঘকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা হয়েছে, কিন্তু সংঘ বটবৃক্ষের মতো তার লক্ষ্যে অটল থেকেছে।”

আরও পড়ুন- 'ট্যারিফ কিংয়ের' সরকার দেউলিয়া? 'শাটডাউন' আমেরিকায়

মোদী দেশবাসীকে মহা নবমী ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে শ্রদ্ধা নিবেদন করে যোগ করেন, “আমাদের প্রজন্মের জন্য এই শতবর্ষ উদযাপনের সাক্ষী হওয়া এক অসামান্য সৌভাগ্য। আমি জাতীয় সেবায় নিবেদিত কোটি কোটি স্বয়ংসেবককে অভিনন্দন জানাই।” 

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জাতিগঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছে। ব্যক্তি উন্নয়নের চেয়ে জাতিগঠনের পথ বেছে নিয়েছে সংঘ"। “আমাদের প্রজন্মের জন্য এই শতবর্ষ উদযাপনের সাক্ষী হওয়া এক অসামান্য সৌভাগ্য। আমি জাতীয় সেবায় নিবেদিত কোটি কোটি স্বয়ংসেবককে অভিনন্দন জানাই।” 

RSS modi