Advertisment

Babun Banerjee: দিদির 'গুঁতো'য় ঢোক গিললেও তক্কে-তক্কে বাবুন? ঝটপট চুপচাপে সীমাহীন রহস্য জল্পনা!

Babun Banerjee: দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া কথার পরপরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। এমনকী তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই। তবে হাওড়ার TMC প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর মনে তীব্র অসন্তোষ এখনও রয়ে গিয়েছে।

author-image
Joyprakash Das
New Update
rumor is growing on Mamata Banerjees brother Babun Banerjee

Mamata Banerjee-Babun Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় ও বাবুন বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Babun Banerjee: ২০২১-এর বিধানসভা নির্বাচনের মতো দলে দলে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ না দিলেও প্রার্থী না হওয়ার 'জ্বালা' যে কী তা অনেকেই প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছেন। বিশেষত এতদিন যা কখনও ঘটেনি তা-ও দেখল বাংলার মানুষ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইয়ের প্রকাশ্য বিদ্রোহ। দিল্লি থেকে কলকাতায় ফেরার পরও প্রার্থী নিয়ে তাঁর অসন্তোষের কথায় অটল মুখ্যমন্ত্রীর ভাই বাবুন (Babun Banerjee)। এরই পাশাপাশি লোকসভার টিকিট না পেয়ে দলত্যাগের ঘটনা বা ক্ষোভ তো কারও কারও রয়েছেই।

Advertisment

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তৃণমূলের টিকিট না পাওয়ার আশঙ্কা ও প্রার্থী না করায় নেতৃত্ব স্থানীয়রা কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণার আগেই দল ছেড়ে বরানগরের সদ্য প্রাক্তন বিধায়ক তাপস রায় (Tapas Roy) BJP-তে যোগ দিয়েছেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলের টিকিট না পেয়েই বিদ্রোহী হয়েছেন। মোদী-অমিত শাহের দলের দিকে পা বাড়িয়ে আছেন তিনি। অন্যদিকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen) মতো দলের একান্ত অনুগামীও দমদম কেন্দ্রে টিকিট না পেয়ে অভিমানী হয়েছেন। একেবারে লেটেষ্ট সংযোজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন চক্রবর্তী তথা বাবুনের বিদ্রোহ।

দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারে কিছুটা নরম হলেও হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee) ওপর ক্ষোভ বিন্দুমাত্র কমেনি বাবুনের। অন্য দিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) তো 'সিজনড' বিদ্রোহী।

তাপস রায় দীর্ঘ দিন ধরে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) ওপর সরাসরি ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। সুদীপ টিকিট পেলে যে তিনি টিকিট পাবেন না সে ব্যাপারে নিশ্চিত ছিলেন তাপস। সুদীপের বিরুদ্ধে তাপসের দোসর হয়েছিলেন দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনিও কড়া আক্রমণ করতে ছাড়েননি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। যদিও দলের মুখপাত্র হিসেবে বহাল তবিয়তেই আছেন কুণাল।

অর্জুন সিং ২০১৯-এ টিকিট না পেয়ে বিজেপির প্রার্থী হয়েছিলেন।এবারও সেই পথেই হাঁটলেন তিনি। আজ, বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেওয়ার কথা নিজেমুখে জানিয়েছেন অর্জুন সিং। কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য বিদ্রোহ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত।

আরও পড়ুন- Arjun Singh-BJP: আজই দুরন্ত ‘পালাবদল’ বাংলায়, জোড়া-ফুল ছেড়ে এবার গন্তব্য কোথায়? ঘোষণা অর্জুনের

প্রথমত তিনি বিদ্রোহ করছেন, তখন তাঁর অবস্থান দিল্লি। স্বভাবতই মানুষের মনে BJP যোগের প্রশ্ন আসবেই, এটাই স্বাভাবিক। অতীতের নানা যোগদানের ঘটনায় এই সম্ভাবনা মাথায় আসতে বাধ্য। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিকবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ একজন BJP-তে যোগাযোগ রাখছেন। এবার বাবুনের বিদ্রোহের খবর পেতেই শিলিগুড়িতে সাংবাদিক সম্মলনে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মমতা।

শুধু তাই নয়, বিজেপি যোগের কথা ভেবে ভাইয়ের বেশি লোভ বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বাবুনের মূল টার্গেট কি প্রসূন বন্দ্যোপাধ্যায়? এক্ষেত্রেও রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী বাবুন প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, "নির্বাচন এলেই এমন ঝামেলা করে।" তাহলে এটা স্পষ্ট, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এবার প্রকাশ্যে বিদ্রোহ করলেও এর আগেও নানা ঘটনা তিনি ঘটিয়েছেন। এখানেই সব থেকে বড় প্রশ্ন এবার প্রসূনের প্রার্থীপদ নিয়ে অভিযোগ করেছেন, তাহলে অন্য ক্ষেত্রে কী কারণ থাকতে পারে তা নিয়েই রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

আরও পড়ুন- Success Story: দিগন্তজোড়া কীর্তিতে আকাশচুম্বী সাফল্য! বাংলার প্রত্যন্ত গ্রামের এই যুবকের অকল্পনীয় দক্ষতার দুরন্ত প্রশংসা

মুখ্যমন্ত্রীর ভাই অমিত বন্দ্যোপাধ্যায়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'বারের লোকসভার সাংসদ। তৃণমূল যুবা ও যুবর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। এখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মুখ্যমন্ত্রীর আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর।

১৯৮৪ সালে যাদবপুর লোকসভা নির্বাচনে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারে খেটেছিলেন বলেও অভিমানী বাবুল জানিয়েছেন। এর আগে প্রকাশ্যে কখনও এমন কথা বলেননি তিনি। মুখ্যমন্ত্রীর ভাই ও কলকাতা ময়দানের কার্যকর্তা হিসাবেই বাবুনের মূল পরিচিতি।

রাজনৈতিক মহলের মতে, হাওড়ায় নির্দল প্রার্থী হতে চেয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাবুন ব্যানার্জি। কারণ হিসাবে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Super Giant) একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। তাছাড়া তৃণমূলের রাজ্যস্তরীয় সংগঠনের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা দেখা যায় না। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, অন্য দলের মতো তাঁরা পরিবারতন্ত্রে বিশ্বাস করেন না। দিদির কথা মাথা পেথে নেব বললেও হাওড়ার তৃণমূল প্রার্থীর ওপর ক্ষোভ অব্যাহত বাবুনের। এখানেই প্রশ্ন, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তারপরেও প্রকাশ্য এই ক্ষোভ কেন? সময়ই এর জবাব দেবে।

Babun Banerjee bjp tmc Mamata Banerjee West Bengal
Advertisment