/indian-express-bangla/media/media_files/2025/02/25/I0qb4ENQlmS8hLebUCJj.jpg)
ফের রাশিয়ায় ভয়াবহ কম্পন! ছড়ালো তুমুল আতঙ্ক
Russia Earthquake: রাশিয়ার পূর্বাঞ্চলে ফের ভয়াবহ ভূমিকম্প। রবিবার ভোরে কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান জিওসায়েন্স রিসার্চ সেন্টার। যদিও USGS জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০। একইসঙ্গে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রও ভূমিকম্পের মাত্রা ৭.০ বলেই উল্লেখ করেছে।
ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। ভূমিকম্পটির অভিঘাত কুরিল দ্বীপপুঞ্জ ও আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।
এই ভূমিকম্পের কয়েকদিন আগেই, বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় জোরালো ভূমিকম্প আঘাত হাতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। এরপরই জারি করা হয় সুনামির সতর্কতা। রাশিয়ার বেশ কয়েকটি বন্দর শহর প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
Tsunami Warning Centre, @ESSO_INCOIS detected an #earthquake of M 6.5 on 03 August 2025 at 11:07 IST @ Kuril Islands (Location: 50.66 N, 157.89 E)
— INCOIS, MoES (@ESSO_INCOIS) August 3, 2025
NO TSUNAMI THREAT to India in connection with this earthquake.
Details at https://t.co/YJ3rTlWcTfpic.twitter.com/9Ht1bTSRB2
এই ভূমিকম্পটিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, পরবর্তী আফটারশক আরও ভয়াবহ হতে পারে। সেই প্রেক্ষিতেই কুরিল দ্বীপে নতুন কম্পন বাড়াচ্ছে উদ্বেগ।
রবিবার রাশিয়ার জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কামচাটকা অঞ্চলের একটি সুপ্ত আগ্নেয়গিরি প্রায় ৬০০ বছর পর জেগে উঠেছে এবং অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পাহাড়ের মাথা থেকে ধোঁয়ার বিশাল মেঘ আকাশে উঠছে।
গত কয়েক দিনের মধ্যে একের পর এক ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে রাশিয়ার পূর্বাঞ্চলে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জরুরি বিভাগ নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং সম্ভাব্য পরবর্তী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।