/indian-express-bangla/media/media_files/2025/07/04/russia-recognizes-taliban-2025-07-04-11-35-49.jpg)
বিরাট মাস্টারস্ট্রোক পুতিনের, দুনিয়া কাঁপানো সিদ্ধান্ত রাশিয়ার
Afghanistan Russia diplomacy: আফগানিস্তানে তালিবান শাসনকে 'আনুষ্ঠানিক স্বীকৃতি' দিল মস্কো। রাশিয়ার এই পদক্ষেপকে “সাহসী সিদ্ধান্ত ”বলে উল্লেখ, তালিবানের।
শমীক BJP সভাপতি হওয়ার পরের দিনেই কী বললেন দিলীপ? আজ-কালেই বিরাট সিদ্ধান্ত?
আফগানিস্তানের নতুন তালিবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া। এই স্বীকৃতির অংশ হিসেবে তালিবান নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। বৃহস্পতিবার মস্কো সরকার তালিবান পরিচালিত আফগান সরকারের কূটনৈতিক স্বীকৃতি প্রদান করে বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন ইতিহাস গড়ল। একইসঙ্গে তালিবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। তালিবান নেতারা রাশিয়ার এই সিদ্ধান্তকে 'বড় মাইলফলক' বলে উল্লেখ করেছেন। TASS-এর শেয়ার করা ছবিতে দেখা গেছে যে মস্কোর আফগান দূতাবাসে তালিবানের সাদা পতাকা উত্তোলন করা হয়েছে।
করোনার ভ্যাকসিনের কারণেই হার্ট অ্যাটাক? সামনে এল চাঞ্চল্যকর তথ্য!
রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত গুল হাসান হাসানকে মস্কোর অথিতি হিসাবে মেনে নিয়েছে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “আফগান সরকারের স্বীকৃতি দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও উৎপাদনশীল ও গতিশীল করে তুলবে।”
রাশিয়ার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করে তালিবানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "অন্যান্য দেশের জন্যও এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে।” আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ জানিয়েছেন,“এই পদক্ষেপ রাশিয়ার আফগানিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন।”
উল্লেখ্য ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে, অন্য কোনও দেশ এখনও পর্যন্ত আফগানিস্তানে তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু এখন রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর পাশাপাশি, মস্কো তাদের নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে তালিবানকেও বাদ দিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us