India Tiger Census Deaths: ৬ বছরে ৬০০-এর বেশি বাঘের মৃত্যু, প্রশ্নের মুখে দেশের 'ব্যাঘ্র সংরক্ষণ'

India Tiger Census Deaths: বিগত ৬ মাসে দেশে শতাধিক বাঘের মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ৫ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

India Tiger Census Deaths: বিগত ৬ মাসে দেশে শতাধিক বাঘের মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ৫ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
Tiger Deaths In India,  বাঘ মৃত্যু পরিসংখ্যান, ২০২৫ বাঘ সংরক্ষণ রিপোর্ট NTCA Tiger Deaths 2025, India Tiger Census Deaths, Karnakata Tiger Cub Deaths,বন মন্ত্রণালয় তদন্ত,Tiger Conservation India, Tiger Mortality 2025, Forest Officer Suspension, Tiger Protection India

বিগত ৬ মাসে দেশে শতাধিক বাঘের মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য

India Tiger Census Deaths: বিগত ৬ মাসে দেশে শতাধিক বাঘের মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ৫ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। মৃত্যুর পরিসংখ্যান  বুকে কাঁপুনি ধরিয়েছে। 

Advertisment

আরও পড়ুন- ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন, সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেনের ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল

চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশে মৃত্যু হয়েছে ১০৭টি বাঘের। চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। যার মধ্যে রয়েছে ২০টি শাবক। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (NTCA)-র পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি বাঘের মৃত্যু হয়েছে দেশ জুড়ে। 

একনজরে রাজ্যভিত্তিক পরিসংখ্যান

Advertisment
  • মধ্যপ্রদেশ: ২৯টি
  • মহারাষ্ট্র: ২৮টি
  • কর্ণাটক: ১০টি
  • অসম: ১০টি
  • কেরল: ৯টি 
  • উত্তরাখণ্ড: ৯টি

পরিসংখ্যান বলছে, এই ১০৭টি বাঘের মধ্যে ৬০টির মৃত্যু হয়েছে অভয়ারণ্যের বাইরে এবং ৪৭টি বাঘের মৃত্যু হয়েছে অভয়ারণ্যের ভিতরে। ২৬ জুন কর্ণাটকের এমএম পাহাড় এলাকার হুগিয়াম রেঞ্জ থেকে একটি বাঘিনী ও  চার শাবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে প্রশাসন। ছুটিতে পাঠানো হয়েছে তিন বন কর্মকর্তাকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক  একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে।

আরও পড়ুন- উত্তাল বাংলা! কসবা কাণ্ডের মাঝেই বাংলার বুকে ফের গণধর্ষন, শিকেয় নারী নিরাপত্তা

২০২১-২০২৫ সালের প্রথম ছয় মাসে বাঘের মৃত্যুর 
পরিসংখ্যান

  • ২০২১- ৮১টি
  • ২০২২- ৭০টি
  • ২০২৩- ১০৩টি
  • ২০২৪- ৭৬টি
  • ২০২৫- ১০৭টি

২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ৬৬৬টি বাঘের মৃত্যু হয়েছে দেশে, যা দেশের ব্যাঘ্র সংরক্ষণে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের প্রথম ৬ মাসে দেশে ২০টি শাবক সহ মোট ১০৭টি বাঘের মৃত্যু হয়েছে। যা ভবিষ্যতে দেশের ব্যাঘ্র জনসংখ্যার জন্য একটি গুরুতর বিপদের ইঙ্গিত দেয়।

আরও পড়ুন- শমীকের 'TMC সাফ' হুঙ্কারের মাঝে দল ছাড়ার বিরাট হুঁশিয়ারি, রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর গর্জনে তোলপাড়

 

Death Tiger