/indian-express-bangla/media/media_files/2025/05/27/4QtXDpM7doR8JgRD2IlE.jpg)
Mamata Banerjee: চাকরিহারাদের নিয়োগ পরীক্ষায় বসার বার্তা মুখ্যমন্ত্রীর।
Latest Bangla News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঙ্গলবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। সবাইকেই পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় হতাশ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।
নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরেই নিজেদের হতাশা চেপে রাখতে পারেননি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। সাংবাদিকদের তাঁরা বলেছেন, "মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে আমাদের মনে হয়েছে সব যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা ঘোষণা করে দেওয়া হল। আমরা কখনই চাইনি যে এই বিজ্ঞপ্তি জারি হোক। সুপ্রিম কোর্টের যে রায়ের কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেখানেও এত ডিটেলস নোটিফিকেশনের কথা বলা হয়নি। সরকার আমাদের পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে। আমাদের এখন মনে হচ্ছে যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।"
এদিন চাকরিহারারা আরও জানিয়েছেন, বছরের পর বছর তাঁরা স্কুলে পড়িয়েছেন। ছাত্র-ছাত্রীদের স্কুলের বই পড়াচ্ছেন তাঁরা। অথচ নতুন করে চাকরির পরীক্ষায় তাঁদের বসতে গেলে স্নাতক, স্নাতকোত্তরের পড়াশোনা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে এমনিতেই চাকরি হারিয়ে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে দু'মাসের মধ্যে পড়াশোনা করে ফের চাকরির পরীক্ষায় বসবার মত পরিস্থিতি তৈরি সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
উল্লেখ্য, নবান্নে সাংবাদিক বৈঠক করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সরকার চালাতে গেলে সবাইকেই আইন মেনে চলতে হয়। আইনের বাইরে গিয়ে নিজেদের মতো কিছু করলে কোর্ট অন্যভাবে নিতে পারে। আমরা রিভিউ পিটিশন করেছি। সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। সঠিক সময়েই রিভিউ পিটিশন করেছে রাজ্য। সেই আবেদনে কারও চাকরি যাওয়ার কথা বলা হয়নি। আমাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। ৩১ মে পর্যন্ত আমাদের সময় বেঁধে দিয়েছে। যারা চাকরি করছেন তাদের চাকরি থাকার কথা বলা হয়েছে। আমরা চাই প্রত্যেকে চাকরি ফিরে পাক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবটাই রেডি রাখব। কোর্ট বললে আপনাদের পরীক্ষা দিতে হবে না।"