Advertisment

মুসলিম ভোটের একাধিপত্যে থাবা, সাগরদিঘি উপনির্বাচন তৃণমূলের কাছে বড় সবক

সংখ্যালঘু ভোট মানেই তৃণমূলের ভাড়ারে পড়বে সেই ধারনাও ধুলিস্যাৎ হয়ে গেল সাগরদিঘি উপনির্বাচনে।

author-image
Joyprakash Das
New Update
ED and IT raid at TMC MLA Krishna Kalyani's house

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ যেন প্রকৃতই উলট-পূরাণ। সাগরদিঘি উপনির্বাচনে জয় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের। পরাজিত তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ব্যাপকভাবে কমে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশের হার। রাজনৈতিক পরিস্থিতির বিচারে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংখ্যালঘু ভোট মানেই তৃণমূলের ভাড়ারে পড়বে সেই ধারনাও ধুলিস্যাৎ হয়ে গেল সাগরদিঘি উপনির্বাচনে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নিয়োগে চরম দুর্নীতি প্রকাশ্যে এসেছে, তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক জেলবন্দি। এরই পাশাপাশি একতরফা তৃণমূল-বিজেপির লড়াইয়ের মাঝে তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের লড়াই সামনে চলে এল। এই ফলে জোটের বড় ভূমিকাও দেখছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ফলাফল বিরোধীদের মনোবল বৃদ্ধি করবে তা নিয়ে কোনও সন্দেহ নিয়ে রাজনৈতিক মহলের।

Advertisment

২০২১ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসকে শূন্যতে থাকতে হয়েছে। এবার অন্তত কংগ্রেসের এক বিধায়ক রাজ্য বিধানসভায় প্রবেশ করবে। সব থেকে বড় প্রশ্ন ২০২১ বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূল প্রার্থী ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছিল, ভোট শতাংশ ছিল প্রায় ৫১ শতাংশ। সেখানে এই উপনির্বাচনে তৃণমূলের পরাজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। শতাংশের বিচারে তৃণমূলের ভোটও কমে গিয়েছে ২০২১-এর তুলনায়। কিন্তু কেন তৃণমূলের এই বিপর্যয়? শতাংশের বিচারেই বা শাসকদলের ভোটের হার কমে গেল কেন? এর পিছনে নানা কারণ দেখছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- মমতা অপরাজিত নন, প্রমাণ করল সাগরদিঘি: অধীর চৌধুরী

বীরভূমের বগটুই থেকে আনিস হত্যা, সম্প্রতি নওশাদ সিদ্দিকীর গ্রেফতার প্রত্যক্ষ করেছে রাজ্যের সাধারণ মানুষ। তার ওপর শিক্ষাদফতরের লাগামছাড়া দুর্নীতি, টাকা নিয়ে চাকরির ঘটনা প্রকাশ্যে এসেছে। চাকরির দাবিতে দিনের পর ধরনা চলছে কলকাতায়। গরুপাচার, কয়লাপাচার নিয়েও একাধিক তৃণমূল নেতা ও ঘনিষ্টরা গ্রেফতার হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু মানেই তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক তা ক্রমশ মিথে পরিণত হচ্ছিল বাংলায়। রাজনীতিতে যা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। ভোটার কারও চিরস্থায়ী নয়, এটা প্রমাণ করল সাগরদিঘি। দেখিয়ে দিল প্রয়োজনে তাঁরা তৃণমূল বিরোধী প্রার্থীকেও ভোট দিয়ে জয়ী করতে পারে। তা-ও আবার উপনির্বাচনে। তৃণমূল অভিযোগ করছে বিজেপির ভোট কংগ্রেসের ঘরে পরেছে।

উপনির্বাচন হলেও সাগরদিঘির এই ভোট রাজ্য-রাজ্যনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ভাবে রাজ্যের রাজনীতি তৃণমূল ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ হচ্ছিল তার গিট ছাড়াল সাগরদিঘি। মুসলিম ভোটের একাধিপত্য যে কোনও দলের নিজস্ব সম্পদ নয়, তা-ও জানান দিল এই উপনির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে নতুন করে বাম-কংগ্রেস জোট এই জয়ের ফলে অক্সিজেন পেল তা নিয়ে নিসন্দেহ রাজনৈতিক মহল।

tmc Mamata Banerjee Minority Sagardighi By-Election
Advertisment