Advertisment

জোর ধাক্কা সায়গলের, ED-র বিরুদ্ধে আবেদনে সাড়াই দিল না সুপ্রিম কোর্ট

গরু পাচার মামলায় সায়গল হোসেনের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
saigal hossians plea reject at supreme court

শীর্ষ আদালতে জোর ধাক্কা সায়গলের।

এবার সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা সায়গল হোসেনের। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। এবার আর সায়গলকে দিল্লিতে নিয়ে গিয়ে ইডির জেরায় কোনও বাধা রইল না।

Advertisment

গরু পাচার মামলায় অস্বস্তি আরও বাড়ল সায়গলের। সায়গলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ইডির বিরুদ্ধে প্রথমে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেন সায়গলের আইনজীবী। আদালত সায়গলের আবেদনে সাড়া দেয়নি। এরপর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সায়গল হোসেন। হাইকোর্ট নিম্ন আদালতের রায়ই বহাল রাখে। শেষমেশ সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না সায়গল।

গরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। তদন্তে নেমে সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পত্তির পাহাড়ের খোঁজ পায় সিবিআই ও ইডি। বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও খাস কলকাতায় সায়গলের সম্পত্তির হদিশ মিলেছে। রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি করে কীভাবে কোটি-কোটি টাকার এই সম্পত্তির মালিক হলেন সায়গল? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- খোঁজ নেই আন্দোলনকারীদের তিন ‘সহযোদ্ধার’, পুলিশকেই দায়ী করছেন চাকরিপ্রার্থীরা

কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, গরু পাচারের টাকা সায়গলের হাত হয়েই অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছোত। কোটি-কোটি টাকার সম্পত্তি গড়েছেন সায়গল, এমনই দাবি কেন্দ্রীয় সংস্থার। অনুব্রতর এক সময়ের ছায়াসঙ্গীকে এবার দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই সায়গলের মা ও স্ত্রীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

আরও পড়ুন- ২ মিনিটের ওয়ার্নিংয়েই হাজারখানেক পুলিশ চড়াও, নির্মমতা ভাবলেই গা শিউরে ওঠে

গরু পাচার মামলার তদন্তে নেমে সায়গলকে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন সায়গল। তবে ইডিও তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। বেশ কিছুদিন ধরেই সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টা চালাচ্ছিল ইডি। তবে বিষয়টি নিয়ে সায়গল বারবার আদালতের দ্বারস্থ হওয়ায় সেই প্রক্রিয়া ব্যাহত হয়। যদিও শেষমেশ সুপ্রিম কোর্টের রায়ে সেই জট কাটল। এবার আর সায়গলকে দিল্লিতে নিয়ে গিয়ে ইডির জেরায় বাধা নেই। সায়গলের বিশাল সম্পত্তির পিছনে টাকার উৎস কী? সেটাই জানার চেষ্টা করবে ইডি।

আরও পড়ুন- ফের উত্তাল করুণাময়ী, পুলিশ-বাম ছাত্র-যুবদের খণ্ডযুদ্ধ, চ্যাংদোলা করে তোলা হল মীনাক্ষীদের

supreme court ED Cow Smuggling saigal hossain
Advertisment