Advertisment

কোষাগার 'ভাঁড়ে মা ভবানী! একলাফে বেড়ে কত হল বাংলার মন্ত্রী-বিধায়কদের বেতন? ঘোষণা মমতার

তবে, নিজের বেতন বৃদ্ধি করছেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Ayodhya Ram Mandir inauguration 22 January West Bengal Harmony March TMC , মমতা ব্যানার্জী অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি বাংলা সম্প্রীতি মিছিল তৃণমূল

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করা হল। একলাফে অনেকটাই বাড়ানো হল বেতন। বৃহস্পতিবার 'বাংলা দিবস' নিয়ে বিধানসভায় আলোচনার শেষে এই বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে, নিজের বেতন বৃদ্ধি করছেন না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

রাজ্য সরকারী কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলছে। কর্মী নিয়োগেরও দাবি রয়েছে। উন্নয়ন প্রকল্পও অনেক সময় থমকাচ্ছে অর্থের অভাবে। এ জন্য রাজ্যের কোষাগারের বেহাল অবস্থাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তাহলে কেন পশ্চিমবঙ্গের মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত? এদিন বিধানসভায় নিজেই তা খোলসা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। চলাফেরা, দু'টো খাওয়া, সবই ওই টাকায় করতে হয়। সেটা পর্যবেক্ষণ করেই আমাদের সরকার তাই বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।'

কত করে বাড়ছে বেতন?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক- বিধায়ক, রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়কদের বেতন একধাক্কায় ৪০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।

বেড়ে কত হল মন্ত্রী, বিধায়কদের বেতন?

  • এতদিন বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা করে। তা বেড়ে হল ৫০ হাজার টাকা।
  • রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে বেতন পেতেন। এখন তা বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা।
  • পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এবার থেকে পাবেন ৫১ হাজার টাকা করে।

বিভিন্ন ভাতা মিলিয়ে পূর্ণমন্ত্রীরা মন্ত্রীরা এখন থেকে প্রতি মাসে পাবেন দেড় লক্ষ টাকার বেশি। প্রতিমন্ত্রীরা পাবেন প্রায় ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। বিধায়করা পেতে চলছেন মাসিক ১ লাখ ২১ হাজার টাকা বেতন।

বেতন নেবেন না মুখ্যমন্ত্রী

মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধির পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এদিন অদ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'সকলের বেতন বাড়ল, শুধু মুখ্যমন্ত্রী নিজে নিলেন না, এ কেমন করে হয়? আপনি বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভাল হতো। অন্তত খাতায়-কলমে। নইলে ঠিক দেখায় না।'

সঙ্গে সঙ্গে হাত তুলে নমস্কার করে সেই প্রস্তাব খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই উঠে দাঁড়িয়ে বলেন, 'স্পিকারকে সম্মান জানিয়েই বলছি, সাত বারের সাংসদ আমি। ১ লক্ষ টাকার বেশি পেনশন পাই। কিন্তু গত ১২ বছরে একটি পয়সাও নিই না। বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবেও গত ১২ বছরে এক পয়সা নিইনি কখনও। আমি মনে করি, মা-মাটি-মানুষের সরকার, যতটা প্রয়োজন, ততটাই দরকার। বাইয়ের রয়্যালিটিতেই আমার চলে যায়।'

রাজ্যের মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিজেপি। শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমরা মুখ্যনমন্ত্রীর ঘোষণাকে সমর্থন করছি না। আমরা চাই আসাকর্মী, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ, চুক্তিভিত্তিক সব শিক্ষক, ভোকেশনাল টিচাররা সম কাজে সম বেতন পাক। আর আমরা যখন হাইসে ছিলাম না তখন উনি একতরফাভাবে মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন।'

এই বেতন বৃদ্ধি প্রসঙ্গে বর্ধিত ডিএ-র দাবি আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের সম্মিলিত সংগ্রামী যৌথ মঞ্চেক আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'কর্মীরা ডিএ বাড়াতে বললেই মুখ্যমন্ত্রী বলেন টাকা নেই। কর্মীও বহু জায়গায় নিয়োগ হচ্ছে না। অথচ মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ালেন উনি। এটাকেই বলে তেলা মাথায় তেল দেওয়া। বাংলার মানুষকে পুরোটায় নজর রাখতে অনুরোধ করছি। আদালতেও এটা আমরা জানাবো। আমরা আন্দোলন আরও জোরদার করবো।'

আরও পড়ুন- পয়লা বৈশাখই ‘পশ্চিমবঙ্গ দিবস’, ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যপাল বেঁকে বসলে? কড়া উত্তর মমতার

আরও পড়ুন- এতদিন কেন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়নি? জবাব দিলেন মমতা

আরও পড়ুন- মমতার সাধের ‘বাংলা দিবস’, ঘটা করে প্রস্তাব পেশ, পরিণতি জানালেন শুভেন্দু

আরও পড়ুন- ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে বিজেপির ‘সুর’ মনে ধরেছে! নওশাদের প্রস্তাবে কীসের ইঙ্গিত?

Mamata Banerjee Mamata Government
Advertisment