/indian-express-bangla/media/media_files/2024/11/05/4c7JTuLUMDP7l6ZNw8Tz.jpg)
প্রতীকী ছবি
ধর্ষণ মামলায় দিল্লি থেকে গ্রেফতার ললিত মোদীর ভাই সমীর মোদী
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ললিত মোদীর ভাই সমীর মোদী। বৃহস্পতিবার দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানার পুলিশ তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করে। জানা গেছে, পুরনো একটি ধর্ষণ মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে আদালতে পেশ করা হয়।
বিরাট বিপদের মুখে মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্পের কপ্টারে যান্ত্রিক ত্রুটি, তড়িঘড়ি জরুরি অবতরণ
পুলিশ সূত্রে খবর, সমীর মোদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা, যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক ২০১৯ সাল থেকে। গত ১০ সেপ্টেম্বর, ২০২৫-এ ওই মহিলা ধর্ষণ ও শারীরিক হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের করেন। তবে সমীর মোদীর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাঁকে ব্ল্যাকমেল করার জন্যই এফআইআর করা হয়েছে।
সমীরের আইনজীবী জানান, ইতিমধ্যেই ৮ ও ১৩ আগস্ট তিনি একাধিক থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছিলেন, ওই মহিলা তাঁকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে ৫০ কোটি টাকা দাবি করছেন। এমনকি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে ওই ব্ল্যাকমেলিংয়ের প্রমাণও পুলিশকে দেওয়া হয়েছে।
আইনজীবীর অভিযোগ, পুলিশ তাড়াহুড়ো করে তার মক্কেলকে গ্রেপ্তার করেছে, অথচ অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। তিনি বলেন, এই ঘটনার পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। এই পরিস্থিতিতে আদালত যাতে ন্যায্য রায় দেয় এবং পরিবারের গোপনীয়তা রক্ষা করা হয়, তার আর্জি জানানো হয়েছে।