/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে জাতীয় সড়কের ধারে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালেই জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশের জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
২ বছর পর, মণিপুর সফরে প্রধানমন্ত্রী, ৮৫০০ কোটির উপহার দিয়ে শান্তির বার্তা মোদীর
প্রথমে মৃতের পরিচয় জানা না গেলেও কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা তাঁকে চিনতে পারেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মেরাজ মোমিন (২৬)। তাঁর বাড়ি সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুরে। স্থানীয়দের দাবি, দেহ উদ্ধারের সময় তাঁর পরনের সমস্ত পোশাক খোলা ছিল। তাঁদের অনুমান, যুবককে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে জাতীয় সড়কের পাশে।
মাঝ আকাশে বেলুনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে খুনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো শনিবার ভোরে মেরাজ পাট ছড়ানোর কাজে বেরিয়েছিলেন। এরপরেই এভাবে তাঁর দেহ উদ্ধার হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার জেরে গোটা জয়কৃষ্ণপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us