/indian-express-bangla/media/media_files/2025/10/26/cats-2025-10-26-17-49-40.jpg)
হলুদের নামে শরীরের কী ঢুকছে জানেন? অভিযান চালাতেই চোখ ছানাবড়া তদন্তকারীদের
ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার দুপুরে সামশেরগঞ্জের অন্তরদীপা এলাকায় গোপন সূত্রের খবর পেয়ে একটি হলুদের মিলে হানা দেয় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল হলুদের সঙ্গে দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে মিলের মালিক ওসমান শেখ পলাতক রয়েছেন।
আরও পড়ুন- অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অ্যাকশনে পুলিশ, দুরন্ত তল্লাশিতে পুলিশের জালে ২ বাংলাদেশি
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মিলে দীর্ঘদিন ধরেই নিম্নমানের রাসায়নিক মিশিয়ে ভেজাল হলুদের উৎপাদন করা হতো এবং তা বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো। এ কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন-একের পর বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল, এবার ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধেই আসরে দলীয় নেতৃত্ব
স্থানীয়রা জানান, কিছুদিন ধরেই এলাকায় অস্বাভাবিক কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠছিল। পুলিশের এই অভিযানে সেই রহস্য ফাঁস হয়। সামশেরগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই আটক দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে এবং পলাতক মিলের মালিককে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হলুদ মিলে সিলমোহর দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us