/indian-express-bangla/media/media_files/2025/10/26/bangladeshi-nationals-arrested-malda-illegal-entry-2025-10-26-17-44-30.jpg)
দুরন্ত তল্লাশিতে পুলিশের জালে ২ বাংলাদেশি
অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার অভিযোগে দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রামের সুস্থানি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃতদের কাছ থেকে কোনো মোবাইল বা অন্য কোন সামগ্রী উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন- জগদ্ধাত্রী পুজোয় তাক লাগানো আলোর জাদু, কলকাতাকে বলে বলে গোল দিতে তৈরি চন্দননগর
রবিবার ধৃত দুই বাংলাদেশীকে মালদা আদালতে পেশ করা হয়। আদালতে ধৃতরা জানিয়েছে, তারা সীমান্তের ওপার থেকে একটি দালাল চক্রের মাধ্যমে মোটা টাকা খরচ করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। মালদার এক পরিচিতি ব্যক্তি তাদের ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার কথা বলেছিল। তারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুইজনের নাম মহম্মদ রাসেল মিঁয়া (৩০) এবং মহম্মদ রিফাত (২৪)। তাদের বাড়ি বাংলাদেশের রংপুর জেলার নারায়ণগঞ্জ এলাকায়।
আরও পড়ুন-একের পর বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল, এবার ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধেই আসরে দলীয় নেতৃত্ব
পুলিশ জানিয়েছে, সুস্থানি মোড়ের এক পাশে রয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক এবং অন্যদিকে মালদা-মহদিপুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সড়ক। ফলে গভীর রাতেও এলাকায় অনেক খাওয়ানের দোকান, হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকে। রাতেই ইংরেজবাজার থানার এক এসআই এবং কয়েকজন সিভিক ভলেন্টিয়ার নজরদারি চালাচ্ছিলেন। তখনই ওই দুই যুবককে দৌড়াতে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সত্যতা বেরিয়ে আসে।
পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন, ভারতীয় ভূখণ্ডে তারা কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ধৃত দুই বাংলাদেশি কী উদ্দেশ্যে এদেশে প্রবেশ করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us