Advertisment

ফের উত্তপ্ত সন্দেশখালি, দুষ্কৃতীদের গুলিতে নিহত পুলিশকর্মী

সন্দেশখালিতে দুষ্কৃতীদের গুলিতে নিহত ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি। কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন এসআই-সহ আরও কয়েকজন পুলিশকর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali, সন্দেশখালি, সন্দেশখালির খবর, সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, Sandeshkhali news, police attack, Sandeshkhali latest news, গুলিবিদ্ধ পুলিশ, attack on police, পুলিশের উপর হামলা

দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন এক সাব ইন্সপেক্টর ও দুই সিভিক ভলান্টিয়ার। প্রতীকী ছবি।

আবারও উত্তজেনা ছড়াল সন্দেশখালিতে। দুষ্কৃতিদের গোষ্ঠীসংঘর্ষে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক পুলিশকর্মীর। নিহত ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি। কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন এসআই-সহ আরও কয়েকজন পুলিশকর্মী।

Advertisment

শুক্রবার রাতে এলাকার একটি পুজোর অনুষ্ঠান ঘিরে দুই দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। পুলিশকে লক্ষ্য করে গুলি-বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার সন্দেশখালির খুনলা এলাকার পোলপাড়া সিথিলিয়া গ্রামে শুক্রবার রাতে পুজোর অনুষ্ঠান ঘিরে দুই কুখ্যাত দুষ্কৃতী কেদার সর্দার ও বিধান সর্দারের মধ্যে গোলমাল বাধে। দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান সন্দেশখালি থানার সাব ইন্সপেক্টর অরিন্দম হালদার ও তাঁর তিন সহকর্মী। দুষ্কৃতিরা পুলিশকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে জখম হন সন্দেশখালি থানার এসআই অরিন্দম হালদার। তাঁর হাতে ও পেটে গুলি লেগেছে বলে খবর। ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির পেটে গুলি লাগে। পরে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এছাড়াও দুই সিভিক ভলান্টিয়ার বাবুসোনা ও বিশ্বজিৎ গুরুতর আহত হন। বাবুসোনারও গুলি লেগেছে বলে খবর। তাঁদের প্রথমে খুনলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের কালকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

Sandeshkhali, সন্দেশখালি, সন্দেশখালির খবর, সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, Sandeshkhali news, police attack, Sandeshkhali latest news, গুলিবিদ্ধ পুলিশ, attack on police, পুলিশের উপর হামলা এসআই অরিন্দম হালদার। ছবি: উৎসব মণ্ডল।

আরও পড়ুন: ‘তৃণমূলে প্রাণের আশঙ্কা রয়েছে বলেই শোভনের নিরাপত্তা ফেরত’

এ ঘটনায় সারা রাত অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে মূল অভিযুক্ত কেদার সর্দার ও বিধান সর্দারকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কেদার ও বিধান এলাকার পুরনো দুষ্কৃতী। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি,কেদার ও বিধান এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত।

উল্লেখ্য, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। দুই বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নিহত হন। এ ঘটনায় তৃণমূলকর্মী বলে এলাকায় পরিচিত কায়ুম মোল্লাও নিহত হন। বিজেপির দাবি, তাঁদের আরও কয়েকজন কর্মী এখনও নিখোঁজ। দেবদাস মণ্ডল নামে এক কর্মী নিখোঁজ বলেও দাবি করা হয়েছে পদ্ম শিবিরের পক্ষে। এ ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

West Bengal
Advertisment