Advertisment

Sandeshkhali Exclusive: না থেকেও দিনভর চর্চায় সন্দেশখালির 'ভাই', তবে আড়ালে আবডালে উঠছে বিস্তর কথা!

Shahjahan Sheikh: মেটা- শনিবার দিনভর সরবেড়িয়া, রাজবাড়ি, মালঞ্চ সহ সন্দেশখালির নানা জায়গায় ঘুরেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিরা। শাহজাহান শেখেরবাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে তাণ্ডবের পর কেটে গিয়েছে একদিন। কী অবস্থা এখনও অঞ্চলের? দাপট এতটাই যে প্রকাশ্যে কারোর কোনও কথা বলার ক্ষমতা নেই, কিন্তু আড়ালে এলেই নানা মানুষের বহু কথা। কী বলছেন সন্দেশখালিবাসী?

author-image
Joyprakash Das
New Update
Sandeshkhali Sarberia Shahjahan Sheikh ed attacked Exclusive report ie bangla , সন্দেশখালি সরবেড়িয়া শাহজাহান শেখ এক্সকক্লুসিভ প্রতিবেধন আইই বাংলা

Sarberia Shahjahan Sheikh's Area: সরবেড়িয়ায় শাহজাহান শেখের বাড়ি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Sandeshkhali ed attacked: পরপর বাড়ির সারি। সবুজ, নীল, হলুদ, তারপর দু'টো একতলা বাড়ি। আরও ছোটবড় ঘর। প্রতিটি বাড়ির কলাপসিবলে তালা ঝুলছে। কিন্তু কাঠের দরজা খোলা। ঘর উন্মুক্ত। বাড়ির ঢালাই উঠোনে ঘুরে বেরাচ্ছে হাঁস-মুরগি। নারকেল, আম গাছের বাগান। গতকাল, শুক্রবার ইডির আধিকারিকদের ওপর হামলার পর এদিন শাহজাহানদের বাড়িতে কারও দেখা মিলল না। তবে সন্দেশখালি এলাকায় শাহজাহান নয়, একডাকে 'ভাই' নামেই যার পরিচিতি।

Advertisment
publive-image
শাহজাহানের সরবেড়িয়ায় যাওয়ার পথে আকুঞ্জীপাড়া মোড়। ফটো- পার্থ পাল

কলকাতা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাসন্তির পথে আকুঞ্জীপাড়া মোড়। ঠিক তার বাদিকে ঢালাই রাস্তা দিয়ে ঢুকলে কোনও পাড়া নয় শহাজাহানের বাড়ি। এই বাড়িতেই গতকাল, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দেয়। তারপর শাহজাহানদের অনুগামীরা আক্রমণ করে মাথা পাঠিয়ে দেয় ইডি কর্তাকে। শনিবার দেখা গেল, ২ জন সিভিক ও ৩ জন পুলিশ কর্মী রয়েছেন শাহজাহানের বাড়ির সামনের রাস্তায়।

publive-image
সরবেড়িয়া গ্রামে পুলিশের প্রহরা। ফটো- পার্থ পাল

মাঝেমধ্যে বাইকে চড়ে দু'একজন যুবক টহল দিয়ে চলে যাচ্ছে সেখান থেকে। প্রতিবেশী শেখ মহব্বত বলেন, 'কাল সকালে ১ ঘন্টার মধ্যে গন্ডগোল শেষ হয়ে যায়। বাইরে থেকে প্রচুর লোক এসেছিল।' স্থানীয় জবা শেখ বলেন, 'ঘটনার সময় ছিলাম না। মানুষের পাশে থাকেন শাহজাহান।' শাহজাহানের সামনে সাদা বাড়ির এখনও কমপ্লিট হয়নি। পিছনের দুটো বাড়িতে ৮টা এয়ার কন্ডিশন মেশিন আছে। সাদা বাড়িতে এখনও এসি বসেনি। বাড়ির ভিতরে বৈভব কি তা বোঝার উপায় নেই। বাড়ির একদিকে খাল। আরেকদিকে বড় পুকুর। একেবারে জমিদারি ব্যবস্থাপনা।

publive-image
শাহজাহান শেখের সাম্রাজ্য। ফটো- পার্থ পাল

সরবেড়িয়া, রাজবাড়ি, মালঞ্চ এলাকায় 'ভাই' একজনই, শাহজাহান। 'ভাই'য়ের ওপরে কথা বলবে এমন সাহস এলাকায় কারোর নেই বলেই স্থানীয়দের সঙ্গে কথা বলে স্পষ্ট। সরবেড়িয়ায় ৩ বিঘে জমিতেই গড়ে উঠেছে শাহাজাহানের মার্কেট। মার্কেটের চতুর্দিকে অট্টালিকা। নির্বাচনে প্রচারের জন্য শাহাজাহানের উডখোলা জিপ পড়ে রয়েছে ওই বাজারের। বাজারের দোকানিরাও 'ভাই'কে নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে নারাজ। তবে আড়ালে আবডালে ভাইয়ের ক্ষমতা ও সম্পত্তি নিয়ে বিস্তর আলোচনা চলছে।

publive-image
শাহজাহানের নাঙ্কিত বাজার। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

স্থানীয়দের দাবি, শুধু মার্কেট নয়, ৫ তলা অট্টালিকা, পুরনো হ্যাচারির কয়েক বিঘে জমি, সরবেড়িয়া ও রাজবাড়ির মাঝে কয়েক বিঘের বাগানবাড়ি, চারিদিকে একর একর জমিও কেনা রয়েছে শাহাজাহানের। তাছাড়া ইটভাটা থেকে মাছের ভেড়ি, সবেতেই হয় মালিকানা বা কর্তৃত্ব আছে সন্দেশখালির 'ভাই'য়ের। সেই 'ভাই' শুক্রবারের ঘটনার পর থেকে গোপন ডেরায় আস্তানা গেড়েছেন। সেখান থেকে এদিন অডিও বার্তা দিয়েছেন সন্দেশখালি বিধানসভার তৃণমূলের কনভেনর শাহজাহান শেখ।

publive-image
শাহজাহান শেখের গাড়ি। এতেই প্রচার সারেন তিনি। ফটো- পার্থ পাল

আরও পড়ুন- গোপন ডেরা থেকে অডিও বার্তা শাহজাহান শেখের! কোন তত্ত্বে নিজেকে আড়ালের চেষ্টা?

আরও পড়ুন- সন্দেশখালির ‘বাদশা’ শাজাহান শেখকে ধরতে মরিয়া ইডি, বড় পদক্ষেপ দেশের সর্বত্র

আরও পড়ুন- সন্দেশখালিতে ইডি গোয়েন্দাদের মারধর চরম ‘বোকামি’, ‘খারাপ এফেক্ট’-এর আশঙ্কায় সাংসদ শতাব্দী

Enforcement Directorate sheikh shahjahan tmc sandeshkali ed tmc Sandeshkhali
Advertisment