Seikh Shahjahan: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মাথা ফেটেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। এমনকী কেন্দ্রীয় বাহিনী-সহ তাঁদের মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিল ইডি। কিন্তু সেই ইডির বিরুদ্ধেই এবার লক্ষাধিক টাকা চুরি-সহ একাধিক অভিযোগে করা হয়েছে এফআইআর।
ন্যাজাট থানায় শেখ শাহাজাহানের কেয়ারটেকার দিদার বক্স মোল্লা অভিযোগ ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়াও মূল্যবান দ্রব্য ও নথি চুরির কথাও উল্লেখ রয়েছে তার অভিযোগপত্রে। ইডির অপরিচিত কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। পুলিশও মামলা রুজু করেছে। ৪৪৭, ৪৪৮ ( ট্রেসপাসিং), ৪২৭ (সম্পত্তির ক্ষতি), ৩৭৯ (চুরি), ৫০৬ (ভয় দেখানো ), ৩৫৪ (শ্লীলতাহানি ) ৩৪ (মিলিত অভিসন্ধি) ধারায় মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।
এফআইআর কপিতে স্পষ্ট, গত ৫ জানুয়ারি ন্যাজাট থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। ৭ জানুয়ারি মামলা রুজু হয়। ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে ন্যাজাটের সরবেড়িয়ার বেথোখালিতে শেখ শাহাজাহানের অফিস ও বাড়ি। ইডির অফিসারদের প্রশ্ন, যে বাড়িতে ঢুকতেই পারলো না টিম, সেখানে চুরির অভিযোগ কীসের ভিত্তিতে দায়ের করল পুলিশ?
আরও পড়ুন- Sukanta Majumdar: সন্দেশখালির শেখ শাহাজাহানের বাড়ি গুঁড়িয়ে দেবে বুলডোজার? চরম হুঁশিয়ারি সুকান্তর!
এদিকে, সন্দেশখালির ঘটনার ৬ দিন পরেও শাহাজাহানের খোঁজ নেই। অবিলম্বে শাহাজাহান-সহ অন্য অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানা অভিযানের ডাক দেয় বিজেপি। দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিনের অভিযান শুরু হতেই উত্তেজনা বাড়ে।
আরও পড়ুন- Premium: আস্তে আস্তে গিলছে সমুদ্র, সাগর মেলার আলোয় চাপা পড়ে গ্রামের আর্তনাদ
ন্যাজাট থানা চত্বরে ১৪৪ ধারা জারির কথা জানায় পুলিশ। রাস্তায় ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকাতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপির কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের।