Sheik Shahjahan-Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে এবার কলকাতায় ধরনায় বসতে চলেছে BJP। টানা ৩ দিন চলবে এই ধরনা। এদিকে সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় অভিযুক্ত শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ শিবু হাজরা (Shibu Hazra) ও উত্তম সরদারকে (Uttam Sardar) পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু এখনও শাহজাহান বেপাত্তা।
ইতিমধ্যে হাইকোর্টের (Highcourt) অনুমতি নিয়ে সন্দেশখালিতে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে পৌঁছাতে একাধিক জায়গায় বাধা পেয়েছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক। সন্দেশখালিতে সেখানকার অত্যাচারিতদের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু। ফের বিরোধী দলনেতা সন্দেশখালি যাবেন বলে জানা গিয়েছে। এদিকে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে কলকাতায় (Kolkata) পথে নামছে বঙ্গ বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, 'আগামী ২৬ ফেব্রুয়ারি গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবে দল। ধরনা চলবে টানা ৩ দিন। ধরনা চলবে সকাল ১১ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে এই ধরনা-অবস্থান চলবে।'
আরও পড়ুন- Aadhaar: চটজলদি ‘বাম্পার স্ট্রোক’! বাতিল আধার নিমেষেই সক্রিয়, কোন ‘জাদুবলে’ জানেন?
এদিকে দেড় মাস পেরিয়ে গেলেও সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান অধরা। বুধবার সন্দেশখালি গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানে গিয়েছেন। সেখানে টোটোয় চেপে ঘুরেছেন তিনি। লঞ্চেও জলপথ পর্যবেক্ষণ করেছেন রাজীব কুমার। তাহলে কি রাজ্য পুলিশের জালে ধরা পরতে পারেন শাহজাহান? পুলিশি তৎপরতা দেখে সেদিকে দৃষ্টি রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন- Khalistani Row: হঠাৎ কেন ওই পাগরিধারীকে দেখেই চটলেন শুভেন্দুরা, কে এই আইপিএস জসপ্রীত সিং?
গত কয়েক দিন ধরে উত্তর ২৪ পরগণার এই দ্বীপে গিয়েছে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি পোষিত সংস্থার কর্তারা। রাজনৈতিক প্রতিনিধি দলের একাংশ আবার সন্দেশখালিতে প্রবেশ করতেও পারেনি। তাঁদের ন্যাজাট (Najat) থেকে ফিরে আসতে হয়েছে। মোদ্দা কথা, শেখ শাহজাহানকে গ্রেফতারের জন্য রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে এবার মহানগরের পথে টানা ধরনায় বসতে চলেছে পদ্ম শিবির।