/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Sheikh-Shahjahan-ed.jpg)
Sandeshkhali-Sheikh Shahjahan: এখনও বেপাত্তা শেখ শাহজাহান।
Sandeshkhali-Sheikh Shahjahan: খোঁজ নেই শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। এবার তার নামে নতুন মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সেই সঙ্গে শাহজাহান ঘনিষ্ঠদের ঠিকানা খুঁজে খুঁজে দুরন্ত তল্লাশিতে (Raid) ইডি। শহর কলকাতার (Kolkata) পাশাপাশি হাওড়া (Howrah), উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জায়গায় চলে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে চলে এই অভিযান।
ফেরার থাকা সন্দেশখালির (Sandeshkhali) একদা বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করল ইডি। ব্যবসায় অনিয়ম সংক্রান্ত ইস্যুতেই নতুন এই অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই অভিযোগের ভিত্ততেই এবার পুরোদমে তদন্তেও নেমে পড়েন ইডির অফিসাররা। শেখ শাহজাহান ভেড়িতে মাছ চাষের ব্যবসা করতেন। সেই ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে অনিয়মে ছিল কিনা খতিয়ে দেখছে ইডি।
আরও পড়ুন- Digha: পর্যটকদের কথা ভেবেই দুরন্ত সিদ্ধান্ত! এবার অফুরান উচ্ছ্বাসে ভাসুন দিঘায়
সন্দেশখালিতে ইডি (ED) আক্রান্ত হওয়ার পর ৫০ দিন কেটে গেলেও এখনও অধরা এলাকার একসময়ের দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। BJP-র তরফে শুরুর দিকে অভিযোগ তোলা হয়েছিল শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়েছে। যদিও পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) বলতে শোনা যায়, শাহজাহান এলাকাতেই আছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব চাইছে না বলেই পুলিশ শাহজাহানকে ধরছে না।
শুক্রবার সকালে শাহজাহান ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানে (Ed Raid) যায় ইডি। এদিন সকালে কলকাতার বিজয়গড়, হাওড়ার হালদার পাড়া তল্লাশি অভিযানে যায় ইডির পৃথক দুই টিম। এরই পাশাপাশি উত্তর ২৪ পরগনার বিরাটি-সহ আরও বেশ কয়েকটি জায়গায় এদিন তল্লাশি অভিযানে যায় ইডি। এদের প্রত্যেকের সঙ্গে শাহজাহানের ব্যবসায়িক যোগ ছিল বলে দাবি ইডি সূত্রের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে চলে এই অভিযান।