/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/sandeshkhali-shivprasad-hazra-arrest.jpg)
ধৃত শিবপ্রসাদ হাজরা (বাঁদিকে)।
Rape Case Filed Against Shivprasad Hazra: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হওয়া সন্দেশখালি-২ ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অভিযোগকারিণী গোপন জবানবন্দি দিয়েছেন বসিরহাট মহকুমা আদালতে। তার প্রেক্ষিতেই আরেকটি ধর্ষণ মামলা যুক্ত করা হয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে।
ধৃত শিবু সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি গোয়েন্দাদের উপর হামলার পর থেকে শাহজাহানের মতইঅ বেপাত্তা ছিলেন শিবুও। তার মাঝেই সম্পাত কয়েক আগে শিবুর বিরুদ্ধে জমি দুর্নীতি থেকে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উত্তপ্ত হয় সন্দেশখালি। ঝাঁটা, লাঠি হাতে পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। অভিযোগ শুনে পদক্ষেপ করে প্রশাসন। শিবু সহ শাহজাহান ও উত্তম সর্দারের বিরুদ্ধে জমি ধর্ষণ, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন-Mamata Banerjee-Didi No 1: ভোটের আগে জনসংযোগে বিরাট চমক মমতার, ছোট পর্দায় ‘দিদি’র দিদিগিরি!
এরপরই গত শনিবার সন্ধ্যায় শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয় ন্যাজাট থানা এলাকা থেকে। আপাতত পুলিশ হেফাজতে এই তৃণমূল নেতা। জানা গিয়েছে, এদিন দায়ের করা ধর্ষণ মামলাটি শিবুর সঙ্গেই শাহজাহান ও উত্তমের বিরুদ্ধেও দায়ের হয়েছে।
বুধবারই সন্দেশখালির পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাঁর সঙ্গে রয়েছেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরাকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন তাঁরা। নতুন করে যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তাই নজরদারিতে সন্দেশখালির পাঁচটি জায়গায় মোট দশটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।