Advertisment

Sheikh Shahjahan Arrested: শাহজাহানের চমকে দেওয়া নাটকীয় গ্রেফতারি! কোথা থেকে? কখন ধরল পুলিশ? জানালেন ADG দক্ষিণবঙ্গ

TMC Leader Sheikh Shahjahan Arrested: অবশেষে গ্রেফতার সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইডির উপর হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় সন্দেশখালির বাহুবলী এই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এতদিন তাকে কেন ধরা যায়নি, তা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভের সুর চড়া হচ্ছিল বিভিন্ন মহলের। এদিন শাহজাহানকে গ্রেফতার করে সেই প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। এমনকী তাকে কোথা থেকে কখন গ্রেফতার করা হয়েছে সেব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali tmc leader Sheikh Shahjahan Arrest details

TMC leader Sheikh Shahjahan Arrested: গ্রেফতার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান।

TMC leader Sheikh Shahjahan Arrested: ED-র উপর হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তবে তার গ্রেফতারি এত সহজে হয়নি। শাহজাহানকে গ্রেফতারি ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি দেখেছে দ্বীপাঞ্চল। বাহুবলী তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার-হাজার মহিলাকে। অবশেষে সন্দেশখালি (Sandeshkhali) থেকেই গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। তৃণমূল নেতাকে কখন কীভাবে গ্রেফতার করা হল তা বিশদে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ (ADG South Bengal) সুপ্রতীম সরকার (Supratim Sarkar)।

Advertisment

কী বললেন রাজ্য পুলিশের এই শীর্ষকর্তা?

"৩ বছর আগের কিছু ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়। ২-৩ বছর আগে যে মামলার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছিল, তাতে তদন্ত করতে, তথ্য-সংগ্রহে সময় লেগেছে। ৫ জানুয়ারি ED-র উপর হামলার ঘটনার তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই গ্রেফতার করা যায়নি। সংবাদমাধ্যমে বলা হচ্ছিল পুলিশ ইচ্ছাকৃতভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার।"

আরও পড়ুন- Sheikh Shahjahan Arrested: সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের খেলা শেষ, অবশেষে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা

তিনি আরও বলেন, "উচ্চ আদালত স্পষ্ট বলে দেয় যে শাহজাহানকে গ্রেফতারে কোনও বিধি-নিষেধ নেই। তারপরেই গতরাতে মিনাখাঁর (Minikhan) বামুনপুকুর থেকে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।"

আরও পড়ুন- Dilip Ghosh on Sheikh Shahjahan Arrest: ‘তৃণমূল নেতারাই ঠিক করছেন গ্রেফতারের দিনক্ষণ’, শাহজাহান গ্রেফতারিতে বিস্ফোরক দিলীপ!

তবে এতদিন শাহজাহান গ্রেফতার না হওয়ায় ইডির (ED) ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা। ইডির বিরুদ্ধে তোপ দেগে সুপ্রতীম সরকার বলেছেন, "আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল। কিন্তু শাহজাহানকে গ্রেফতারে ইডির কোনও বাধ্যবাধকতা ছিল না। তারা কেন গ্রেফতার করল না? এই প্রশ্নটা থাকবে।"

police Sandeshkhali Arrested sheikh shahjahan tmc
Advertisment