Advertisment

Sheikh Shahjahan: তাঁর সংস্থা দুবাইয়ে টাকা পাঠাত? বোমা ফাটানো জবাব শেখ শাহজাহানের

Sheikh Shahjahan-ED: রেশন বণ্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-কে ডেকে পাঠিয়েছিল। ইডি সূত্রের খবর, শেখ শাহজাহানের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল কি না কিংবা শাহজাহানের জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে যাতায়াত ছিল কি না সেব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
Sandeshkhali tmc sheikh shahjahan attacks bjp outside ed office kolkata

Sheikh Shahjahan: বিদেশে টাকা পাচার শেখ শাহজাহানের?

Sheikh Shahjahan-ED: এযেন বোমা ফাটালেন শেখ শাহাজাহান (Sheikh Shahjahan)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন শেখে শাহজাহান যা বলেছেন তা ঘিরে তুমুল চর্চা ছড়িয়েছে। 'সাবিনা এন্টারপ্রাইজ' (Sabina Enterprise) কি দুবাই (Dubai) কনসাইনমেন্টে টাকা দিত ? এপ্রশ্নের কী উত্তর শাহজাহানের?

Advertisment

এদিন ED অফিসের বাইরে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন ' সাবিনা ইন্টারপ্রাইজ' কি দুবাই কনসইনমেন্টে টাকা দিতো? উত্তরে শেখ শাহজাহান এদিন বলেন, "সব মিথ্যা কথা। কেন বলছে এসব। সব দালাল, এই সব মিথ্যে। সব বিজেপির দালাল।"

উল্লেখ্য, শেখ শাহাজাহানেরই সংস্থা সাবিনা এন্টারপ্রাইজ। এই সংস্থার মাধ্যমেই মাছ ব্যবসার আড়ালে বিদেশে ড্রাগ পাচারেরও অভিযোগ রয়েছে একদা সন্দেশখালির (Sandeshkhali) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। এমনকী সাবিনা এন্টারপ্রাইজের মাধ্যমে দুবাইয়ে টাকা পাঠানো হতো বলেও অভিযোগ।

এদিকে, শেখ শাহজাহান BJP-র বিরুদ্ধে সুর চড়ানোয় পাল্টা তাঁকে তুমুল আক্রমণ শানিয়েছেন গেরুয়া দলের নেতা রাহুল সিনহা। সংবাদমাধ্যমে তিনি বলেন, "এমন এক অপরাধীকে কোনও ভাবে ছাড়া যায় না। যার বিরুদ্ধে শুধু টাকা পাচার নয়, নোংরা-নোংরা সব কেস আছে। এমন লোককে গ্রেফতার করাতে যদি BJP-র হাত থাকে, তাহলে আমি নিজেকে বিজেপির একজন কার্যকর্তা হিসেবে ধন্য বলে মনে করি।"

আরও পড়ুন- Digha: এবার ফাটাফাটি মজায় জমে ক্ষীর দিঘা! পর্যটকদের মনোরঞ্জনে দুরন্ত তৎপরতা সমুদ্রনগরীতে!

অন্যদিকে, রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ED এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) আপ্ত সহায়ক অমিত দেকে ডেকে পাঠিয়েছিল। ইডি সূত্রের খবর, শেখ শাহজাহানের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল কি না, শাহজাহানের জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে যাতায়াত ছিল কি না সেব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।

আরও পড়ুন- Dilip Ghosh: ‘রোদে এমন চেহারা হবে বাড়ির বউও চিনতে পারবে না’, দিলীপ-উবাচে তুঙ্গে চর্চা!

এছাড়াও কোনও রকম আর্থিক লেনদেনের বিষয়ে অমিত দে কিছু জানেন কি না তা নিয়েও তাঁকে প্রশ্ন ইডি আধিকারিকদের। এরই পাশাপাশি বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও ইডি দফতরে হাজিরা দিতে ঢোকেন শেখ শাহজাহানের সংস্থা সাবিনা ফিসারিজের (Sabina Fisheries) ম্যানেজার মইদুল মোল্লা। তাঁকে গতকালের পর আজ ফের জিজ্ঞাসাবাদ ইডির।

আরও পড়ুন- Kolkata Weather Today: তাপপ্রবাহের দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে! জ্বালা জুড়োতে স্বস্তির বৃষ্টি কবে? মিলল বড় আপডেট

ED Sandeshkhali Ration Scam sheikh shahjahan tmc
Advertisment