Advertisment

RG Kar TMC: সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের তৃণমূল যোগ স্পষ্ট, ছবি ভাইরাল হতেই কী বললেন কাউন্সিলর?

RG Kar: আরজি কর-কাণ্ডে বারবার নাম উঠে এসেছে তৃণমূলের মেডিক্যাল সেলের নেতা-নেত্রীদের। যার মধ্যে 'উত্তরবঙ্গ লবি'র ডাক্তার সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-এর নাম জড়িয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sandip Ghosh, Prasun Chatterjee, Shibani Ghosh, সন্দীপ ঘোষ, প্রসূন চ্যাটার্জি, শিবানী ঘোষ,

Sandip Ghosh-Prasun Chatterjee-Shibani Ghosh: বামদিক থেকে সন্দীপ ঘোষ, প্রসূন চ্যাটার্জি ও তৃণমূল কাউন্সিলর শিবানী ঘোষ। (ছবি- টুইটার)

RG Kar: আরজি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের সরাসরি তৃণমূল যোগের অভিযোগ। রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা তথা বর্তমান বিদ্যুৎ দফতরের সিআইসি শিবানী ঘোষ। তাঁর এক ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ওই পুরমাতার সঙ্গে রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়। তৃণমূলের স্থানীয় একটি অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে প্রসূন চট্টোপাধ্যায়কে। জন্মদিনের পার্টিতে ওই তৃণমূল কাউন্সিলর নিজের হাতে প্রসূন চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন, সেই ছবিও দেখা গিয়েছে ভাইরাল হওয়া ছবিতে। 

Advertisment

গত শুক্রবারই প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির আধিকারিকরা প্রায় সাত ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছেন। এরপর প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে ক্যানিংয়ে সন্দীপ ঘোষের একটি ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও চালানো হয়েছিল দীর্ঘক্ষণ তল্লাশি। তারপর রাতেই প্রসূন চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ বুধবার আবার ইডির দফতরে প্রসূন চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে বলেছিলেন গোয়েন্দারা।

আরও পড়ুন- ডাক্তারিতে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষের কুকীর্তি প্রকাশ্যে

তার মধ্যেই তৃণমূলের সঙ্গে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনের সরাসরি যোগ রয়েছে বলে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়ে তৃণমূলের যে কাউন্সিলরের সঙ্গে প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি পাওয়া গিয়েছে, সেই শিবানী ঘোষ জানিয়েছেন, প্রসূন চট্টোপাধ্যায়কে তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে চেনেন। তবে প্রসূনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই বলেও শিবানী ঘোষ স্পষ্ট করে দিয়েছেন। ওই তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, তাঁর জন্মদিন ছিল। সেখানে এলাকার অনেকেই এসেছিলেন। সেই উপলক্ষে প্রসূন চট্টোপাধ্যায়কে কেক খাওয়ানো হয়েছিল।

প্রসূন কি তৃণমূলের ছেলে?

এই ব্যাপারে ওই কাউন্সিলর বলেন, 'ও (প্রসূন) তো আমাদের ওয়ার্ডেই থাকে। ১৯ নম্বর ওয়ার্ডে ওঁর বাড়ি। আমাদের এখানে একটা রক্তদান শিবির হয়েছিল। তো সেখানে আমাদের ওয়ার্ডের ছেলে আসতে পারে, ক্ষতিটা কী? আর, সেই জন্যেই একসঙ্গে ফটোটা তুলেছিল। আর, আমার সেদিন জন্মদিন ছিল। সেই উপলক্ষে কেকটা কাটা হয়েছে। আমাদের ওয়ার্ডে যেহেতু থাকে, সেই কারণে যেরকম সম্পর্ক হয়, সেরকম সম্পর্ক। খুব ভালোও নয়। আবার, খুব খারাপও নয়। কথাবার্তা হয়, এটুকুই। কিন্তু, কীরকম সেটা বলতে পারব না। প্রায় ২০-২৫ বছর ওঁকে (প্রসূন চট্টোপাধ্যায়) চিনি। ও এলাকায় তেমন মিশত না। অফিস আর বাড়ি যাতায়াত করত, এটুকুই। ওঁর সম্পর্কে তাই বেশি কিছু জানি না।' 

প্রসূন কি ঘনিষ্ঠ? কী বললেন তৃণমূল কাউন্সিলর
কাউন্সিলর তথা চেয়ারম্যান পারিষদ শিবানী ঘোষ বলেন, 'ওঁর সঙ্গে বিশেষ মেলামেশা ছিল না। তবে, রাস্তায় দেখা হত, এই পর্যন্তই। তৃণমূলের কোনও কিছুতেই ও (প্রসূন চট্টোপাধ্যায়) যুক্ত নয়। ও কোনও কিছুতেই আসে না। ও আমার ঘনিষ্ঠও না। একসঙ্গে ফটো তুলেছিল, ওইটুকুই।'

 

tmc RG Kar Medical College Kolkata Doctor Rape-Murder Case RG Kar Case
Advertisment