Advertisment

Sanhati Yatra: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই জোর ধাক্কা শুভেন্দুর! চওড়া হাসি মমতার

Mamata Banerjee: ওই দিন মিছিল নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন আইনশৃঙ্খলার স্বার্থে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
sanhati yatra mamata banerjee tmc 22 january calcutta high court gives permission suvendu adhikari bjp ram temple , সংহতি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ২২ জানুয়ারি কলকাতা হাইকোর্টের অনুমতি শুভেন্দু অধিকারী বিজেপি রাম মন্দির

Calcutta High Court: আদালতের দুয়ারে জয় তৃণমূলের।

High Court Gives Permission To TMC's Sanhati Yatra: ধোপে টিঁকল না শুভেন্দু অধিকারীর বিরোধিতা। অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কলকাতায় তৃণমূলের সংহতি যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আগামী ২২ জানুয়ারি, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংহতি যাত্রা হচ্ছে। তবে বৃহস্পতিবারের শুনানিতে হাইকোর্টে জানিয়েছে, সুশৃঙ্খলভা ভাবে এই মিছিল করতে হবে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোন মন্তব্য করা যাবে না।

Advertisment

এছাড়াও নির্দেশ দানের সময় প্রাধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সতর্কবার্তা, এই ধরনের মিছিলের ক্ষেত্রে ট্রাফিকের সমস্যা হতে পারে, আটকে পড়তে পারে অ্যাম্বুল্যান্স। এই বিষয়গুলি সংশ্লিষ্ট দল ও রাজ্য সরকারকে তৎপর হতে হবে।

শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে যে মিছিলের আর্জি জানিয়েছিলেন, তাও খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ নির্দেশে উল্লেখ করেছে যে, অঘটন ঘটলে সংশ্লিষ্ট দলের (তৃণমূল) উপর দায় বর্তাবে। আদালতের রায় লঙ্ঘন করলে যেকোনও ব্যক্তিই দায়ী হতে পারেন।

আরও পড়ুন- Exclusive: BJP-তে পদ গেলেও আশ্চর্যজনক নিশ্চুপ অনুপম, ভোটের মুখে ‘সুনামি’র পূর্বাভাস?

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সেদিনই বাংলায় সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়াও সব জেলার ব্লকে ব্লকে ওই মিছিল করার কথা বলা হয়েছে। সেই মিছিল নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন আইনশৃঙ্খলার স্বার্থে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানান বিরোধী দলনেতা। কিন্তু তাঁর আবেদন খারিজ করল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন- Kolkata Weather Today: ব্রেক কষল ঠান্ডা! জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ শেষেই শীতের জমাটি স্পেল শুরু?

২২ জানুয়ারি সংহতি যাত্রার অনুমতি মেলার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'এই নির্দেশ আসলে শুভেন্দুর গালে আদালতের থাপ্পড়। কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই। রাজ্য পুলিশই যথেষ্ট। শুভেন্দুরা বিভেদ চেয়েছিল। আদালত ওদের গালে কষিয়ে থাপ্পড় মেরেছে।বাংলায় শান্তি-সম্প্রীতির মিছিল হবে।'

Mamata Government Ayodhya Ram Temple Ayodhya Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee
Advertisment