Advertisment

Exclusive: BJP-তে পদ গেলেও আশ্চর্যজনক নিশ্চুপ অনুপম, ভোটের মুখে 'সুনামি'র পূর্বাভাস?

Anupam Hazra Controversy: কিছুদিন আগে শান্তিনিকেতনে পৌষ মেলায় স্টল খুলে বসেছিলেন অনুপম হাজরা। সেই স্টলে ভিড়ও জমিয়েছিলেন বিজেপির বঞ্চিত নেতা-কর্মীরা। তারপর রাজ্য নেতৃত্বের একাংশের অভিযোগে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রতাপশালী কেন্দ্রীয় মন্ত্রীর কোপে পড়েন অনুপম। অব্যাহতি দেওয়া হয় দায়িত্ব থেকে। সেই অনুপম হাজরার আচমকা এই নীরবতা কোনও রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

author-image
Joyprakash Das
New Update
BJP Anupam Hazra Controversy loksabha Election 2024, বিজেপি অনুপম হাজরা বিতর্ক লোকসভা নির্বাচন ২০২৪

Anupam Hazra: প্রাক্তন এই সাংসদ বিজেপির সর্বভারতীস্তরের পদের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না।

BJP Anupam Hazra: দলের সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে আশ্চর্যজনক ভাবে নিশ্চুপ প্রাক্তন সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra)। ইতিমধ্যে বীরভূম (Birbhum) জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Seikh) অনুপমকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অনুপম ঘনিষ্ঠ মহলে খবর, অন্য রাজনৈতিক দল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু নিজেকে গুটিয়ে রেখেছেন বিজেপির (BJP) প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক।

Advertisment

বিজেপির বঞ্চিত ও অবহেলিতদের পাশে দাঁড়িয়ে ছিলেন দলের তৎকালীন কেন্দ্রীয় সম্পাদক। অনুপম হাজরা তাঁদের দলে রাখতে ৮টি জেলায় সফরও করেছেন। প্রকাশ্যে মঞ্চ বেঁধে বিজেপির বসে যাওয়া কর্মীদের নিয়ে সভা করেছেন। বীরভূমের খয়রাশোলে তাঁর সভামঞ্চ ভেঙে ফেলার অভিযোগ বিজেপির অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকি শান্তিনিকেতনে পৌষ মেলায় বিশেষ স্টল খুলে বসেছিলেন অনুপম। সেই স্টলে ভিড় জমিয়েছিলেন বিজেপির বঞ্চিত নেতা-কর্মীরা। তারপর রাজ্য নেতৃত্বের একাংশের অভিযোগে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রতাপশালী কেন্দ্রীয় মন্ত্রীর কোপে পড়েন অনুপম। অভ্যহতি দেওয়া হয় দায়িত্ব থেকে। সেই অনুপমের এই নীরবতা কি কেনও বড় ধরনের ঝড়ের পূর্বাভাস?

গতকাল, বুধবার অনুপমের ফোসবুক পোস্টে শেষের দিকে উপসংহারে লেখা হয়েছে "আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন ধর্মের নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিল, তখন আমাদের মত হতদরিদ্র 'দিন-আনে-দিন-খায়' সাধারণ মানুষের জন্য ওই ওরাই ঠিক আওয়াজ তুলেছিল। পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় - এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল, কেউ তো একজন শুরু করেছিল, কেউ তো একজন চোখে চোখ রেখে বলতে পেরেছিলো। রাজা তোর কাপড় কোথায়? জেতা হারাটা‌ তো সাময়িক, জীবনে নীতিটাই সব!!!"

আরও পড়ুন- Book Fair: একটি বইয়েই চাহিদার বিস্ফোরণ! কারণ কী? অবাক বিক্রিতে হতভম্ব বাঘা-বাঘা প্রকাশনা সংস্থা

বিরোধীদের অভিযোগ, রামমন্দিরের (Ram Mandir) জিগির তুলে ২০২৪ লোকসভা ভোট (Loksabha Election 2024) উৎরাতে চাইছে বিজেপি। ধর্মের নেশাতে মানুষকে ডুবিয়ে দেওয়া অনুপমের এই পোস্ট অত্যন্ত রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল। তার ওপর রাজাকে প্রশ্ন! রাজনৈতিক মহলের মতে, অনুপম হাজরাকে সরিয়ে দেওয়ার পর বিজেপির বসে যাওয়া নেতা ও কর্মীদের পাশে দাঁড়ানোর মতো নেতা এই মুহূর্তে কেউ নেই।

আরও পড়ুন- Ram Mandir: শ্রীরাম স্মরণে সাড়াজাগানো শ্রদ্ধা! ‘ভারতশ্রেষ্ঠ’ কীর্তির অনন্য নজির গড়ে দৃষ্টান্ত বাংলার

ফের একঝাঁক বিজেপি নেতৃত্বের তৃণমূল (TMC) কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও অনুপম নিজে দলবদল বা রাজনীতি সংক্রান্ত কোন বিষয়ে মুখ খুলছেন না। তবে অনুপমের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তৃণমূল সহ অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কেউ কেউ দলে যোগদানের প্রস্তাবও দিয়েছে তাঁর ঘনিষ্ঠ মহলে। তবে নীরব, নিশ্চুপ অনুপম হাজরা।

West Bengal Birbhum tmc Anupam Hazra bjp loksabha election 2024
Advertisment