Advertisment

RG Kar Case: জেল হেফাজতে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টেসায় আদালতের

Kolkata Doctor Rape-Murder: এদিকে শুক্রবার আবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে অষ্টমবার CBI দফতরে হাজিরা সন্দীপ ঘোষের। আরজি কর কাণ্ডের পর থেকে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। প্রতিদিন দফায় দফায় ১০-১২ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Sanjay Roy in jail custody in RG kar case, court allow polygraph teston sandip ghosh and others, আরজি কর, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ

RG Kar Case: ছবির বাঁদিকে সন্দীপ ঘোষ ও ডানদিকে সঞ্জয় রায়।

RG Kar Case: আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের জেল হেফাজত। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদহ আদালতের। সেই সঙ্গে সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্টের অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। এরই পাশাপাশি এদিন আরজি কর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমোদন দিয়েছে শিয়ালদহ আদালত।

Advertisment

আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ শিয়ালদহ আদালতের। শুক্রবার সকালে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে হাজির করে সিবিআই।

গোটা আদালত চত্বর সিআইএসএফ-এর জওয়ানরা ঘিরে রেখেছিলেন। নিরাপত্তায় ছিল কলকাতা পুলিশও। সঞ্জয়কে সিজিও থেকে বের করার সময় একাধিক প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তবে কোনও প্রশ্নেরই উত্তর দেয়নি সঞ্জয়।

আরও পড়ুন- RG Kar Case: পরপর ৮ দিন, ফের CBI দফতরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

আরও পড়ুন- EXCLUSIVE: ‘শেষমেশ খুনিদের সঙ্গেই কাজ করব?’ আতঙ্কে আরজি করের ছাত্রী, জানালেন হস্টেলের পরিস্থিতিও

এদিকে, আরজি কর কাণ্ডে গতকালই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট ৬ জনকে শিয়ালদহ আদালতে নিয়ে যায় সিবিআই। তাদেরও পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। সত্য উদঘাটনে এবার সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে। এই ৬ জনের মধ্যে রয়েছে একজন সিভিক ভলান্টিয়ারও। এর সঙ্গে সঞ্জয়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সিবিআই সূত্রের খবর। ৬ জনের মধ্যে রয়েছেন চার চিকিৎসক।

আরও পড়ুন- RG Kar Doctors Death: তদন্ত কতদূর? আদৌ বিচার পাবেন ‘নির্যাতিতা’! CBI দফতরে আরজি করের পড়ুয়া-চিকিৎসকরা

আরও পড়ুন- RG kar Incident: নিরাপত্তার চাদরে মুড়ল আরজি কর, CISF দায়িত্ব নিতেই বদলে গেল চিত্র

cbi kolkata highcourt RG Kar Medical College sandip ghosh
Advertisment