RG Kar rape and murder case:আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবার বেকসুর খালাসের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। বুধবার উচ্চ আদালতে সেই আবেদন গৃহীত হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানির সম্ভাবনা।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে এবার নিজেকে বেকসুর বলে দাবি করে কলকাতা হাইকোর্টে খালাস চেয়ে আবেদন জানিয়েছে সঞ্জয়। বুধবার সঞ্জয় রায়ের সেই আবেদন গৃহীত হয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসে সেই আবেদনের শুনানি হতে পারে।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদনের মামলা গৃহীত হয়েছে।
আরও পড়ুন- Mamata Banerjee protest march rally:'২৬-এর আগে বাঙালি আবেগ-অস্ত্রে শান, অঝোরে বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে মমতা
সঞ্জয়ের আইনজীবী এদিন আদালতে দাবি করেছেন, তার মক্কেলের বেকসুর খালাস হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সেই সব কারণের উপর ভিত্তি করেই যাতে সঞ্জয়কে যাতে বেকসুর খালাস করা যায় সে ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।