Visva‑Bharati heritage site reopening:শান্তিনিকেতনের বিশ্বভারতী হেরিটেজ সাইট প্রায় পাঁচ বছর পর পর্যটকদের জন্য আবারও খুলছে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, জুলাই মাসের শেষ থেকে ট্রায়াল হিসেবে শুধুমাত্র রবিবার এই সুযোগ পাবেন পর্যটকেরা। ট্রায়াল সফল হলে নভেম্বর মাস থেকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন পর্যটকদের জন্য খোলা থাকবে এই হেরিটেজ সাইট।
পর্যটকদের জন্য প্রায় এক থেকে দেড় ঘণ্টার একটি প্যাকেজ থাকবে। এই প্যাকেজের মধ্যে পাঠভবন, সিংহসদন, উপাসনা গৃহ, কালো বাড়ি সহ পুরো বিশ্বভারতী ক্যাম্পাস দেখার সুযোগ থাকবে। শেষে সংগীত ভবনের একটি লাইভ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। প্রতিদিন চারটি ব্যাচকে প্রবেশাধিকার দেওয়া হবে।টিকিট আপাতত অফলাইনে পাওয়া যাবে। তবে ট্রায়াল সফল হলে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা চালু হবে। এই খবরে শান্তিনিকেতনে এবং পর্যটকদের মধ্যে খুশির হাওয়া।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মরুদ্যান রূপে খ্যাত। ১৯২১ সালে তৈরি হয় এখানকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মোট কথা, বাঙালির সংস্কৃতির সঙ্গে এই শান্তিনিকেতনের নাড়ির যোগ আছে। বছরভর এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশ থেকেও পর্যটকরা ভিড় জমান।
আরও পড়ুন- weekend getaway:সবুজে সাজানো কোলাহলহীন এই প্রান্ত নিমেষে ভোলাবে ক্লান্তি! উইকেন্ড ট্রিপে পারফেক্ট চয়েজ
তাই এবার পাঁচ বছর পর ফের শান্তিনিকেতনে বিশ্বভারতীর হেরিটেজ সাইট পর্যটকদের জন্য খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই এটা একটা দারুণ খবর। শুধু তাই নয়, এবার থেকে অনলাইনে এই হেরিটেজ সাইট ঘুরে দেখার জন্য টিকিটটের বন্দোবস্তও দারুণ চর্চায়। এই পদক্ষেপের জেরে কবিগুরুর স্মৃতি বিজড়িত এই পূণ্যভূমি নতুন প্রজন্মের কাছেও আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন- Kolkata arrest:বিহারে খুন করে বাংলায় আশ্রয়, নিউটাউনে গ্রেফতার পাঁচ দাগি দুষ্কৃতী