weekend getaway:সবুজে সাজানো কোলাহলহীন এই প্রান্ত নিমেষে ভোলাবে ক্লান্তি! উইকেন্ড ট্রিপে পারফেক্ট চয়েজ

weekend trip: কম বাজেটে ফাটাফাটি এই জায়গায় বেড়ানোর ষোলোআনা মজা নিন। দারুণ একটি উইকেন্ড ট্রিপের সব স্বাদ চেটেপুটে নিতে পাড়ি জমান বাংলারই এই প্রান্তে।

weekend trip: কম বাজেটে ফাটাফাটি এই জায়গায় বেড়ানোর ষোলোআনা মজা নিন। দারুণ একটি উইকেন্ড ট্রিপের সব স্বাদ চেটেপুটে নিতে পাড়ি জমান বাংলারই এই প্রান্তে।

author-image
Nilotpal Sil
New Update
Ajodhya Hills weekend getaway,  Ajodhya Hills Purulia sightseeing,  Bamni Falls Ajodhya Hills,  Turga Falls Ajodhya,  Pakhi Pahar bird hill  ,Murguma Dam Ajodhya Hills,  Ajodhya Hills eco‑tourism,  Chottanagpur Plateau hills  ,Ajodhya Hill rock climbing,weekend getaway,weekend trip,অযোধ্যা পাহাড়,  পুরুলিয়া উইকেন্ড গেটওয়ে  ,বামনি জলপ্রপাত,  তুরগা জলপ্রপাত,  পাখি পাহাড়  ,মর্গুমা ড্যাম,  উঁচু-পাথুরে ঝরনা,  আদিবাসী গ্রাম  ,এবুটিসভ্রমণ Purulia (eco‑tourism)  ,পাহাড়ি প্রকৃতি

weekend getaway: শান্ত-স্নিগ্ধ এই পরিবেশে দিন কয়েক কাটিয়ে আসুন।

weekend trip:দৈনন্দিন জীবনের তুমুল ব্যস্ততায় রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন? একটু রিফ্রেশ হতে ফাটাফাটি একটা উইকেন্ড ট্যুরের প্ল্যান করছেন? তাহলে বিশেষ এই প্রতিবেদন আপনার দারুণ পছন্দের হতেই পারে! এই প্রতিবেদনে কলকাতার কাছে অপূর্ব একটি বেড়ানোর জায়গার হদিশ মিলবে। শান্ত-স্নিগ্ধ সেই এলাকার প্রাকৃতিক শোভা এককথায় অনবদ্য! সেখানে পা রাখলেই আপনার মন-প্রাণ নিমেষে সতেজ হয়ে উঠবে!

Advertisment

দিন কয়েকের ছুটিতে বা উইকেন্ড ট্রিপে ঘুরে আসতে পারেন অযোধ্যা পাহাড় থেকে। ছোটনাগপুর মালভূমির পাথুরে এই তল্লাট পুরুলিয়া জেলার অন্তর্গত। গোটা অযোধ্যা পাহাড়ের এদিক-ওদিক রয়েছে বেশ কিছু জলপ্রপাত। আর তারই পাশে রয়েছে ঘন সবুজের জঙ্গল।

 দু'একদিনের ট্রিপে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আপনার পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। পাহাড়ের ঢালে স্থানীয় আদিবাসী পরিবারগুলির বাস। আদিবাসী সমাজের জীবনযাত্রা একেবারে সামনে থেকে দেখার অভিজ্ঞতা হবে।এখান থেকে আপনি ঘুরে নিতে পারেন ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম বা মিনি জলপ্রপাত এবং থুর্গা জলপ্রপাত থেকে। হিন্দু পুরাণ অনুযায়ী রাম ও সীতা তাঁদের বনবাসের সময় এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। অযোধ্যা পাহাড়ে কাটানো আপনার Weekend Trip বহুদিন স্মৃতির পাতায় রয়ে যাবে। 

Advertisment

আরও পড়ুন- Weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছেই অপূর্ব এই নদীপাড়ে প্রাণের স্বস্তি-মনের আরাম

কলকাতার দিক থেকে পুরুলিয়া যেতে গেলে আপনি রেল অথবা সড়ক...দুই পথেই যেতে পারেন। কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব হল ৩২২ কিলোমিটারের মতো। পুরুলিয়া যাওয়ার জন্য কলকাতা থেকে ট্রেন নিয়মিত পাওয়া যায়। এই ট্রেনগুলির মধ্যে অন্যতম হল চক্রধরপুর এক্সপ্রেস, রূপসী বাংলা, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস। কলকাতা থেকে পুরুলিয়া পৌঁছতে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার কাছাকাছি সময় লাগবে।

আরও পড়ুন- weekend getaway:বর্ষায় বেড়ানোর 'সেরার সেরা' ডেস্টিনেশন! দিন দু'য়েকের ছুটিতে ঢুঁ মারুন কলকাতার কাছের এতল্লাটে

এছাড়াও কলকাতার দিক থেকে আপনি সড়কপথে পুরুলিয়া যেতে চাইলে বাঁকুড়া, আসানসোল হয়ে যেতে পারবেন। থাকার জন্য অযোধ্যা পাহাড়ে বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। কম বাজেটে সেখানে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। সরকারি গেস্ট হাউসও রয়েছে অযোধ্যা পাহাড়ে। সেখানে থাকার জন্য অবশ্য আগে থেকে বুকিং করে নিতে পারেন। 

আরও পড়ুন- Weekend trip:বর্ষায় কলকাতার কাছে অপূর্ব এই এপ্রান্ত হৃদয় জুড়োবেই! দু-এক দিনের ছুটি ম্যানেজেই কেল্লাফতে!

purulia Ayodhya Weekend Trip