সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষের আক্রমণের মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। সোমবার ফেসবুক পোস্টে রাজ্যের প্রাক্তন ডিজি তথা কলকাতার প্রাক্তন নগরপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল। এমনকী, রাজ্যের বর্তমান নিরপত্তা উপদেষ্টাকে গ্রেফতারির দাবিও জানিয়েছেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ।
সারদা কেলেঙ্কারিতে প্রভাবশালী তত্ত্বে বিধাননগর পুলিশ কমিশনারেট গ্রেফতার করে কুণাল ঘোষকে। ফেসবুক পোস্টে শাসক দলের প্রাক্তন সাংসদের দাবি, সারদার এজেন্ট সম্মেলনে গিয়ে সংস্থা ও তার কর্ণধার সুদীপ্ত সেনের ঢালাও প্রশংসা করে বক্তব্য রেখেছিলেন পুলিশ কর্তা সুরজিৎ কর পুরকায়স্থ, তা সারদা গ্রুপের ভাবমূর্তি বাড়াতে সাহায্য করেছিল। রাজ্যের অন্যতম শীর্ষ পুলিশকর্তার কথায় ওই সংস্থায় টাকা রাখতে প্রভাবিতও হয়েছিলেন বহু মানুষ।
আরও পড়ুন: রাজীব কুমার রাতে ফোন করেছেন, বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের
কুণাল ঘোষের প্রশ্ন, তাঁকে প্রভাবশালী তত্ত্বে গ্রেফতার করা হলেও এক্ষেত্রে কেন একই কাজে অভিযুক্ত হবেন না সুরজিৎ কর পুরকায়স্থ। সব জেনে কেন তাঁকে গ্রেফতার করল না পুলিশ বা সিবিআই? ফেসবুকে কুণাল লিখেছেন, 'রাজ্য পুলিশের আইজি (ল অ্যান্ড অর্ডার) ছিলেন, তখন তিনি সারদার এজেন্ট সম্মেলনে গিয়ে সারদা ও সুদীপ্ত সেনের ঢালাও প্রশংসা করে বক্তৃতা করেছিলেন। এটা কোনও সাধারণ অনুষ্ঠান ছিল না। এটা সারদার নিজস্ব এজেন্টদের সম্মেলন ছিল। এর থেকে সারদা ইমেজ বাড়িয়েছে, এজেন্টরা উৎসাহিত হয়েছেন। কেন গিয়েছিলেন সুরজিৎ? কেন তারপরেও ব্যবস্থা নেননি? ওখানে আমি ছিলাম না। তখন ওদের চিনতামও না। বরং পরে এসব শুনে সারদা সম্পর্কে ভালো ধারণাই হয়েছিল। যেখানে সুরজিৎবাবুর মতো কর্মরত শীর্ষ অফিসার যান এবং প্রশংসা করেন, সেটা সম্পর্কে খারাপ ভাবার প্রশ্ন থাকে না। পরে দেখলাম, তদন্তে এরা বাদ। অনেক পরে মিডিয়া শাখায় যোগ দেওয়া কুণাল ঘোষকে এমনভাবে নথিপত্রে জড়িয়ে দিল পুলিশ যে সে পুলিশ, সিবিআই, ইডির জালে আটকেই থাকল।'
তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের দাবি, সারদার এজেন্ট সম্মেলনে সুরজিৎবাবুর উপস্থিতির কথা তিনি নিজে পুলিশ, সিবিআই ও আদলতকে বলেছিলেন। তবুও অদৃশ্য কারণে এখনও মুক্ত রাজ্যের প্রাক্তন ডিজি। কুণাল ঘোষ লিখেছেন, 'আমি সুদীপ্ত সেনকে পাশে নিয়ে ওঁর ভাষণের ছবি, ভিডিও, সব জমা দিয়েছি। আইপিএসদের নিজস্ব লবির কারণে বহু ক্ষেত্রেই বিষয়গুলি এগোয় না। বুঝতে পারি সব। তবু বারবার চাপ রেখেছি। SFIO রিপোর্টে ওঁর বিরুদ্ধে তদন্তের সুপারিশ আছে। আমার আবেদনে কোর্টও ওঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। যতই তদন্তে নিষ্ক্রিয়তার খেলা চলুক, আমি বারবার পিটিশন চালিয়ে গেছি।'
আরও পড়ুন: মুকুলদার সঙ্গে আমায় মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করুন: কুণাল ঘোষ
প্রসঙ্গত, আইপিএস সুরজিৎ করপুরকায়স্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশকর্তা হিসাবে পরিচিত। তৃণমূল আমলেই ওই অফিসার কলকাতার নগরপাল পদে আসীন হন। পরে তিনি রাজ্য পুলিশের ডিজি-ও হন। অবসরের পরও তাঁর জন্য নতুন পদের সৃষ্টি করেন মমতা। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা করা হয় প্রাক্তন এই আইপিএসকে। এবার সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে এই পুলিশকর্তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন শাসক দলের নানা কর্মসূচিতে দৃশ্যমান কুণাল ঘোষ।