Advertisment

সদয় বরুণদেব, বাঙালির ভ্যালেন্টাইন ডে-তে বাদ সাধবে না বৃষ্টি

বাগদেবীর পুজোর ঠিক আগের দিন স্বস্তির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

author-image
IE Bangla Web Desk
New Update
saraswati puja 2022 weather update

সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই। ছবি: শশী ঘোষ ।

সরস্বতী পুজোর আগের বিকেলেই সদয় বরুণদেব। দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার বসন্ত পঞ্চমীর দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আগামিকাল উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Advertisment

সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা প্রবল, গত কয়েকদিন ধরে এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। বাঙালির 'ভ্যালেন্টাইন ডে' সরস্বতী পুজো। আর বাগদেবীর পুজোয় দিনভর বৃষ্টি চলবে জেনে মন-খারাপের অন্ত ছিল না কচিকাঁচা থেকে শুরু করে তরুণ-তরুণীদের। আজ অর্থাৎ শুক্রবার ও সরস্বতী পুজোর দিন শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গ ডুড়ে। শহর কলকাতায় এদিন সকালে ভারী বৃষ্টি হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায়।

তবে পরিস্থিতির বদল হয় দুপুরের পর থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্বস্তি দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাল আবহাওয়া দফতর। তবে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

publive-image
ছবি: শশী ঘোষ ।

আরও পড়ুন- পড়ুয়াদের উৎসাহ দিতে অভিনব উদ্যোগ, দুয়ারে হাজির ‘খুদে সরস্বতী’

আগামিকাল থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে। এরই পাশাপাশি নামবে পারদ। আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোর দিন মনোরম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে কিন্তু শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather update Saraswati Puja rain
Advertisment