scorecardresearch

বড় খবর

বঙ্গের শিক্ষায় বছরভর অস্থিরতা, তবুও খামতি-হীন বাগদেবীর আরাধনা

বাংলার শিক্ষা, দুর্নীতি ও সরস্বতী পুজো।

saraswati puja and ssc scam in west bengal , বঙ্গের শিক্ষায় বছরভর অস্থিরতা, তবুও খামতি-হীন বাগদেবীর আরাধনা
ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনকারীদের মঞ্চে প্রতীকী সরস্বতী বন্দনা। ছবি- পার্থ পাল

বসতে নিষেধ করেছে প্রশাসন। বুধবার ৬৮২ দিনে এখানে প্রতীকী সরস্বতী পুজোর আয়োজন করেছে আন্দোলনকারীরা। ধরনামঞ্চ নয়, স্কুলে যাওয়ার জন্য ছটফট করছে অবস্থানকারীরা। এদিকে পার্থ-অর্পিতা জুটির বন্ধন দেখা গেল কাঁকুরগাছির সরস্বতী পুজোর থিমেও। উসকে দিল অর্পিতার দুই ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের স্মৃতিও। প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষাদফতরের একাধিক আধিকারিকসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে এখন জেলবন্দি। এদিকে প্রেসিডেন্সিতে প্রথমবার সরস্বতী পুজোর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন (টিএমসিপি) ও ছাত্র-ছাত্রীদের একাংশ।

বঙ্গে বাগদেবীর আরধনা এবার ঘটনাবহুল। গত একবছরে নানা বৈচিত্র্যমূলক ঘটনার সাক্ষী থাকল রাজ্যের শিক্ষাক্ষেত্র। বিশেষত শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা। কলকাতা হাইকোর্ট এই দফতরের দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আনতে একাধিক রায় ও নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুধু শিক্ষা দফতরের দুর্নীতি উদ্ঘাটনে একাধিক তদন্ত করছে সিবিআই। হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের পরিচিতি এখন বাংলার ঘরে ঘরে। যদিও তৃণমূল কংগ্রেস নানা ক্ষেত্রে বিচারপতিদের অবস্থান নিয়ে হাজারো প্রশ্ন তুলে দিয়েছে। সরস্বতী পুজোর আগের দিন রাতে খিদিরপুরে এক গ্রন্থাগারের অনুষ্ঠানে ‘এপাং ওপাং ঝপাং’ কবিতা নিয়েও মন্তব্য করেছেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন- হাতেখড়ি নিয়েই রাজ্যপাল বললেন ‘জয় বাংলা’, মঞ্চে তখন মুখ্যমন্ত্রী মমতা

আরও পড়ুন- সাপ্রাইজ ভিজিট মমতার! গেয়ে উঠলেন ‘আকাশ ভরা সূর্য তারা’

মোদ্দা কথা গত কয়েক মাস ধরেই বাগদেবীর বিভিন্ন বিভাগ প্রচারের আলোয় রয়েছে। তা নেগেটিভ হোক বা পজিটিভ। এই বছরেই প্রাথমিক টেট পাস ছাত্র-ছাত্রীদের আন্দোলনে তোলপাড় রয়েছে সল্টলেকের করুণাময়ী। আদালতের ১৪৪ ধারাকে হাতিয়ার করে মধ্যরাতে পুলিশ টেনেহিঁচড়ে চাকরি প্রার্থীদের আন্দোলন তছনছ করে দিয়েছে। তারপর কলকাতায় এক বিক্ষোভে যথারীতি পুলিশ আধিকারিকের বিরুদ্ধে চাকরিপ্রার্থীর হাতে কামড়ের অভিযোগ নিয়ে বিতর্কের জল বহুদূর গড়িয়েছে। এমনকী ছাত্র সংসদের ভোটের দাবিতে টানা অনশন করেছেন মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীরা। করেছেন প্রতীকী ছাত্র সংসদের নির্বাচন। গত মরসুমে বাগদেবীর ডিপার্টমেন্টগুলি এমনই ঘটনার ঘণঘটায় লাগাতার চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল।

রাজনীতির ময়দান থেকে শিক্ষাজগতের তথাকথিত ‘নক্ষত্র’দের নাম জুড়েছে দুর্নীতির পাকচক্রে। বাগদেবীর পুজোর দিনও ব্যস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরইমধ্যে কয়েকজন চাকরিপ্রার্থী নিয়োগপত্রও পেয়েছেন। কিন্তু এখনও পথের ধারেই নিয়োগের দাবিতে দিন কাটছে চাকরিপ্রার্থীদের। বাগদেবীর পরবর্তী মরসুমে শিক্ষাক্ষেত্রে হাজারো সমস্য়ার পাকানো জট ছাড়ে কি না তাই এখন দেখার বিষয়। এদিকে ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে, ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত‌ুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে…।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Saraswati puja and ssc scam in west bengal