Visva-Bharati:৬২ একরেরও বেশি জমি দখল বিশ্বভারতীতে, কেন্দ্রের রিপোর্টে বিস্ফোরক তথ্য

Visva-Bharati-land encroachment: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে সংসদে প্রশ্ন তোলেন সাংসদ সৌমিত্র খাঁ।

Visva-Bharati-land encroachment: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে সংসদে প্রশ্ন তোলেন সাংসদ সৌমিত্র খাঁ।

author-image
IE Bangla Web Desk
New Update
Binay kumar soren appointed as new vice chancellor of Visva Bharati University, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিনয় সোরেন

Visva-Bharati University: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

Visva-Bharati land encroachment: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল সংক্রান্ত বিষয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করল শিক্ষা মন্ত্রক। BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুশান্ত মজুমদার জানান, বিশ্বভারতীর প্রায় ৬২.০২২৫ একর জমি দখল হয়ে রয়েছে। দখলদারদের উচ্ছেদের জন্য একাধিক প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisment

মন্ত্রী আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, স্থায়ীভাবে ফেন্সিং ও বাউন্ডারি ওয়াল নির্মাণ, অবৈধ নির্মাণ ভাঙা, অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ জারি, এবং জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও, কোর্টে একাধিক মামলা করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, ২০০৭-০৮ সালে বিশ্ববিদ্যালয় চত্বরে সার্ভে ও জমির সীমা নির্ধারণের কাজ শেষ হয় এবং ৫৫০টির বেশি সীমাচিহ্নের পিলার বসানো হয়। এখন পর্যন্ত ৩০ কিলোমিটারের বেশি বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ঋতুপর্ণায় মুগ্ধ মদন! 'ও এক এবং অদ্বিতীয়' বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক

এরই পাশাপাশি মন্ত্রী আরও জানান, বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মোট ৫৩টি গবেষণা প্রকল্প কেন্দ্রীয় সরকারের টাকায় পরিচালিত হচ্ছে, যার মোট বরাদ্দ ৩.৪৬ কোটি টাকা।

আরও পড়ুন- Mamata Banerjee:'আপনাদের চাকরি রাজ্যের অধীনে, শুধু ভোটের সময় দায়িত্বে কমিশন', BLO-দের বললেন মমতা

 শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "শিক্ষক পদে শূন্যতা ও তা পূরণের কাজ একটি চলমান প্রক্রিয়া। অবসর, পদত্যাগ বা ছাত্রসংখ্যা বৃদ্ধির কারণে নতুন পদ সৃষ্টির প্রয়োজন পড়ে। সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বভারতীকেও ‘মিশন মোডে’ শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হয়।"

আরও পড়ুন- OBC case: ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, শুনানি পর্বে বিস্ময় প্রকাশ শীর্ষ আদালতের!

Saumitra Khan Visva-Bharati University Sukanta Majumder