New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/07/TmGWJElpu3uMGxpQDVJN.jpg)
Saboojsathi: 'সবুজসাথী' প্রকল্পের সাইকেল বিলিতে টাকা চাওয়ার অভিযোগ।
Saboojsathi: 'সবুজসাথী' প্রকল্পের সাইকেল বিলিতে টাকা চাওয়ার অভিযোগ।
School authorities accused of demanding money for bicycle distribution under Saboojsathi: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'সবুজ সাথী' (Saboojsathi)। এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইকেল দেয় রাজ্য সরকার। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের এই সাইকেল বিলি করে টাকা নেওয়া হচ্ছে। এমনই ছবি ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাঁচুয়াখালি হাই স্কুলে।
এই স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। আর এই স্কুলে ১০০ টাকা প্রতি সাইকেল পিছু দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের। খোদ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এব্যাপারে নির্দেশ দিয়েছেন। সরকারি সাইকেল নিতে গেলে ছাত্রছাত্রীদের দিতে হচ্ছে ১০০ টাকা ও এক কপি ছবি। অভিভাবকদের অভিযোগ, টাকা না দিলে সাইকেল পাওয়া যাবে না। অধিকাংশ ছাত্রছাত্রীরা জানিয়েছে, 'টাকা না দিলে স্যার বকবে'। তাই কোনও রশিদ ছাড়াই টাকা দিয়ে তারা নিচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল।
পাঁচিয়াখালি স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ জাহাঙ্গির আলম বলেন, "আমাদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে আসতে হয় জামতলা থেকে। গাড়ি খরচ বাবদ এই টাকা আমরা নিয়ে থাকি ছাত্রছাত্রীদের কাছে থেকে। নিয়ম নেই, তবুও কিছু করার নেই।" যদিও এই সিদ্ধান্ত স্কুলে কোনও আলোচনা ছাড়াই প্রধান শিক্ষক নিজে নিয়েছেন।
বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেছেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'সবুজসাথী'। এই প্রকল্পের সাইকেলের জন্য টাকা বিলিতে কখনই টাকা নেওয়া উচিত নয়। তিনি ছাত্রছাত্রীদের ওই টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন- Ramnavami: রামনবমীর শোভাযাত্রা ফেরার সময় হামলার অভিযোগ সুকান্তর, কী বলল পুলিশ?