West Bengal News Highlights: মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি কত হল দাম?

West Bengal News Highlights 7 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights 7 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
LPG Price Hike: এক লাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

LPG Price Hike: এক লাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম Photograph: (ফাইল ছবি)

Latest West Bengal News Highlights: মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদের গুনতে হবে বেশি দাম। মন্ত্রী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৫০০ টাকা দিতে হত। এবার ৫৫০ টাকা করে গুনতে হবে। অন্য ক্রেতাদের এতদিন সিলিন্ডার প্রতি দিতে হত ৮০৩ টাকা। এবার থেকে দাম বেড়ে তা হল ৮৫৩ টাকা।

Advertisment

BJP-র 'কালীঘাট চলো' অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এক্সাইড মোড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের। ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। টেনে-হিঁচড়ে বিজেপি যুব মোর্চার সদস্যদের সরাল পুলিশ। এক্সাইড মোড় চত্বরে ব্যাপক অশান্তি। বিক্ষোভ মিছিল শুরুর আগেই আটক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের আটকাতে পুলিসের ব্যারিকেড। 

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। "অযোগ্যদের জন্য কেন শাস্তি যোগ্যদেরও? যেভাবেই হোক ন্যায় বিচার পাইয়ে দিন, নইলে মারা পড়ব, একদিকে বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও অন্যদিকে সন্তানের পড়াশোনা.. কীভাবে চালাব?" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই হাউহাউ করে কান্না চাকরিহারা এক শিক্ষিকার। 

  • Apr 07, 2025 17:26 IST

    West Bengal News Live: এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

    মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদের গুনতে হবে বেশি দাম। মন্ত্রী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৫০০ টাকা দিতে হত। এবার ৫৫০ টাকা করে গুনতে হবে। অন্য ক্রেতাদের এতদিন সিলিন্ডার প্রতি দিতে হত ৮০৩ টাকা। এবার থেকে দাম বেড়ে তা হল ৮৫৩ টাকা।



  • Apr 07, 2025 14:16 IST

    West Bengal News Live: সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে কী করবেন মুখ্যমন্ত্রী?

    চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এবার বড়সড় আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাইবে তাঁর সরকার, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শীর্ষ আদালত থেকে নেতিবাচক কোনও উত্তর মিললেও তাঁর 'বিকল্প রাস্তা'ও খোলা আছে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case Verdict:সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালেই 'বিকল্প ব্যবস্থা', চাকরিহারাদের 'সোনার আশ্বাস' মুখ্যমন্ত্রীর



  • Advertisment
  • Apr 07, 2025 13:59 IST

    West Bengal News Live: শেয়ার বাজারে বিরাট ধস

     ট্রাম্পের শুল্ক নীতি, ব্যাপক মুদ্রাস্ফীতি, আর্থিক মন্দার জেরে সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে বিরাট ধস। বাজার খোলার সাথে সাথেই ১৯.৪ লক্ষ কোটির ক্ষতি। মাথায় হাত বিনিয়োগকারীদের। আজ সোমবার সেনসেক্স ৩৯০০ পয়েন্ট এবং নিফটি ১১০০ পয়েন্ট কমেছে। বিনিয়োগকারীদের মোট ক্ষতির পরিমাণ ২০ লক্ষ কোটি টাকা।



  • Apr 07, 2025 11:41 IST

    West Bengal News Live:নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার!

    সোমবার সাতসকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে তুলকালাম কাণ্ড। দুপুরে নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আগে নেতাজি ইন্ডোরে ঢোকা নিয়ে চাকরিহারাদের দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। বৈঠকে ঢোকার 'পাস' বিক্রি হয়েছে বলে অভিযোগ চাকরিহারাদের একাংশের। এদিন তুমুল অশান্তি সামাল দিতে কার্যত নাকানিচোবানি খেতে হচ্ছে পুলিশকে। 

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case Verdict: নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার! পুলিশের সামনেই মারপিট চাকরিহারাদের দু'পক্ষের



  • Apr 07, 2025 09:21 IST

    West Bengal News Live:আজ 'কালীঘাট চলো' অভিযানে BJP যুব মোর্চা

    আজ দুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এদিনই 'কালীঘাট চলো'র ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা। আজ দুপুর থেকে মিছিল করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার কথা বিক্ষোভকারীদের।



  • Apr 07, 2025 08:34 IST

    West Bengal News Live: জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

    চৈত্রের একেবারে শেষবেলায় এবার জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-জলের বার্তা হাওয়া অফিসের। সব মিলিয়ে আগামী দিন কয়েক গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে?

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ায় দুরন্ত বদল কখন থেকে?



WB SSC Scam SSC Recruitment Case Verdict CM Mamata banerjee news of west bengal news in west bengal Bengali News Today