Advertisment

SSKM Hospital: প্রসূতির পেট কাটার সময় ভাঙল জং ধরা কাঁচি! SSKM হাসপাতালে চরম অব্যবস্থা, ছবি পোস্ট জুনিয়র ডাক্তারের

SSKM Hospital News: এসএসকেএম হাসপাতালে প্রসূতির পেট কাটার সময় ভাঙল জং ধরা কাঁচি। সেই কাঁচির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জুনিয়র ডাক্তার রশ্মি চট্টোপাধ্যায়। ফের সরকারি হাসপাতালে অব্যবস্থার অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
SSKM Hospital: প্রসূতির পেট কাটার সময় ভাঙল মরচে ধরা কাঁচি

SSKM Hospital: প্রসূতির পেট কাটার সময় ভাঙল মরচে ধরা কাঁচি। ছবি- সংগৃহীত

SSKM Hospital News: আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের কলকাতার এক নামজাদা সরকারি হাসপাতালে অব্যবস্থার ছবি উঠে এল প্রকাশ্যে। এসএসকেএম হাসপাতালে প্রসূতির পেট কাটার সময় জং ধরা কাঁচি ভাঙার অভিযোগ উঠল। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চিকিৎসক রশ্মি চট্টোপাধ্যায়। 

Advertisment

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় তাঁর হাতে কাঁচিটি ভেঙে যায়। তবে রশ্মির দাবি, এটা প্রথম নয়, এর আগেও এই হাসপাতালে ছুরি-কাঁচি অস্ত্রোপচারের সময় ভাঙার ঘটনা ঘটেছে। যা নিয়ে অস্বস্তি বেড়েছে কলকাতার অন্যতম নামী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম হাসপাতালের।

ওই চিকিৎসক কর্তব্যরত সিস্টার-ইন-চার্জকে মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন। রশ্মির এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জুনিয়র ডাক্তাররা। এর পরেই সরকারি হাসপাতালে অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। 

রশ্মির দাবি, গত মঙ্গলবার এক প্রসূতির সিজার করছিলেন তিনি। তখনই ভেঙে যায় ওই মরচে ধরা কাঁচি। সেইসময় অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা সিস্টার-ইন-চার্জকে তিনি বিষয়টি জানান। জুনিয়র ডাক্তার রশ্মির দাবি, এই ঘটনা আগেও ঘটেছে এসএসকেএম হাসপাতালে। গত শনিবারই এরকম ঘটনা তাঁর সামনেই ঘটেছে। সেদিন নাকি কাঁচি ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল।

আরও পড়ুন কলকাতায় ফের বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

এর আগে আরজি কর হাসপাতালে রক্ত-মাখা গ্লাভস পাঠানো হয়েছিল অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগের সাপেক্ষে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে তদন্তের নির্দেশ দেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। গ্লাভসে রক্তের দাগ লেগে কি না তা খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা করা হয়। এবার এসএসকেএম হাসপাতালে জং ধরা কাঁচি ভাঙার অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে।

West Bengal SSKM SSKM Hospital Kolkata Doctor Rape-Murder Case RG Kar Case Junior Doctors
Advertisment