/indian-express-bangla/media/media_files/7gAlbTrvFfD06MGzDVVO.jpg)
Fire: প্রতীকী ছবি।
Fire in Kolkata: সপ্তাহের প্রথম দিনেই অগ্নিকাণ্ড কলকাতায়। সোমবার সাত সকালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর অবস্থিত একটি বস্তিতে আগুন লেগে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই আগুন। পরপর লাগোয়া ঝুপড়ি ঘরে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। খবর পেয়ে এলাকায় ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন।
জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপর অবস্থিত ওই বস্তিতে আগুন লেগে যায়। খবর পেয়েই এলাকায় ছুটে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।
ঘন্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। জারা গিয়েছে বস্তির একটি ঘরে স্কুটির ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। কোনওভাবে সেই ব্যাটারি ফেটে গিয়েই আগুন ধরে যায়। ঘিঞ্জি বস্তিতে মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই আগুন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির ছয় থেকে সাতটি ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এক যুবকও জখম হয়েছেন। তাঁকে তড়িঘড়ি বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খবর পাওয়ার পরেও দেরিতে ঘটনাস্থলে এসেছে দমকল। দমকল বাহিনী আগে এলে অগ্নিকাণ্ডের এই ভয়াবহতা এড়ানো যেত বলে তাঁদের দাবি। পুলিশের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us