Fire in Kolkata: কলকাতায় ফের বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Fire: সপ্তাহের প্রথম দিনে কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Fire: সপ্তাহের প্রথম দিনে কলকাতায় ফের অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
mumbai fire

Fire: প্রতীকী ছবি।

Fire in Kolkata: সপ্তাহের প্রথম দিনেই অগ্নিকাণ্ড কলকাতায়। সোমবার সাত সকালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর অবস্থিত একটি বস্তিতে আগুন লেগে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই আগুন। পরপর লাগোয়া ঝুপড়ি ঘরে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। খবর পেয়ে এলাকায় ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

Advertisment

জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপর অবস্থিত ওই বস্তিতে আগুন লেগে যায়। খবর পেয়েই এলাকায় ছুটে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।

ঘন্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। জারা গিয়েছে বস্তির একটি ঘরে স্কুটির ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। কোনওভাবে সেই ব্যাটারি ফেটে গিয়েই আগুন ধরে যায়। ঘিঞ্জি বস্তিতে মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই আগুন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির ছয় থেকে সাতটি ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এক যুবকও জখম হয়েছেন। তাঁকে তড়িঘড়ি বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- great teacher:অদম্য জেদ আর অফুরান ইচ্ছাশক্তিতে বেনজির কীর্তি! অবসরপ্রাপ্ত তিন শিক্ষকের এগল্প প্রেরণা দেবে!

Advertisment

আরও পড়ুন- Tanmay Bhattacharya Suspended: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম

আরও পড়ুন- Maldah Viral video: বেহাল রাস্তায় খাটিয়াই ভরসা! অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল, শোরগোল মালদায়

দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খবর পাওয়ার পরেও দেরিতে ঘটনাস্থলে এসেছে দমকল। দমকল বাহিনী আগে এলে অগ্নিকাণ্ডের এই ভয়াবহতা এড়ানো যেত বলে তাঁদের দাবি। পুলিশের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

fire West Bengal kolkata