Sealdah Division: শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে গত ১০ দিন ধরে লাগাতার অভিযান চালিয়ে গিয়েছেন রেলের টিকিট পরীক্ষকরা। পূর্ব রেলের এমন উদ্যোগে টিকিট চেকিংয়ে যুক্ত কর্মীরা দারুণ কৃতিত্ব অর্জন করেছেন। ১০ দিনে শিয়ালদহ শাখায় বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ৩২ লক্ষ ২১ হাজার টাকা আদায় করা হয়েছে। গত ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলেছে এই লাগাতার অভিযান।
রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত ২১ জুন থেকে ৩০ জুনের মধ্যে টিকিটবিহীন ভ্রমণ এবং বুক না করা লাগেজের মোট ১১ হাজার ৭৬০টি ঘটনা শানাক্ত করা হয়েছে। টিকিটবিহীন ভ্রমণ রোধে এবং প্রকৃত যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করার জন্য টিকিট চেকিং কর্মীদের এই নিরলস প্রচেষ্টা।
শিয়ালদহ ডিভিশনের টিকিট চেকিং কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। টিকিটবিহীন ভ্রমণ এবং বুক না করা লাগেজের ঘটনা শনাক্ত করতে ট্রেন এবং স্টেশনগুলিতে নিয়মিত নজরদারি চালাচ্ছেন তাঁরা। তাঁদের কাজের প্রতি নিষ্ঠা এবং প্রতিশ্রুতি রেলওয়ের জন্য টিকিট বিক্রি এবং রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
পূর্ব রেলওয়ে সমস্ত যাত্রীদের ট্রেনে ওঠার আগে একটি বৈধ টিকিট কেনার জন্য অনুরোধ করছে। কারণ এটি একটি নিরাপদ এবং ঝামেলামুক্ত যাত্রার জন্য বাধ্যতামূলক। টিকিট ছাড়া ভ্রমণ শুধু জরিমানাই নয়, রেলের সম্পদের ওপরও চাপ সৃষ্টি করে। টিকিট কেনার মাধ্যমে যাত্রীরা রেল পরিষেবার উন্নয়ন ও উন্নতিতে অবদান রাখেন।
পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র এব্যাপারে বলেন, “আমাদের টিকিট চেকিং কর্মীরা টিকিটবিহীন ভ্রমণ রোধ করতে এবং আমাদের যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সমস্ত যাত্রীদের এই প্রচেষ্টায় আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং ট্রেনে ওঠার আগে একটি বৈধ টিকিট কেনার জন্য আবেদন করছি।"
আরও পড়ুন- Air Conditioner: বর্ষায় দেদার চালাচ্ছেন AC? কী বলছেন বাংলার বিশিষ্ট চিকিৎসক? কোন কাজটি আগে করবেন?