/indian-express-bangla/media/media_files/2025/09/01/img-20250901-wa0020-2025-09-01-21-34-03.jpg)
পুজোর আগে ফের এসি লোকাল
গত ২২শে আগস্ট প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন শহর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় কার্যত বিপ্লব এনেছে। এই পরিস্থিতিতে শিয়ালদহ সেকশনে যাত্রীদের সুবিধার্থে আরও নতুন ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। বিশেষ করে শিয়ালদহ, বিধাননগর রোড, দমদম ও দমদম ক্যান্টনমেন্টের মতো ব্যস্ত স্টেশনগুলোতে যাত্রীসংখ্যা দ্রুত বাড়ছে।
সম্প্রতি শিয়ালদহ-রানাঘাটের মধ্যে চালু হওয়া একটি এসি লোকাল বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আর্থিকভাবে এই রুট লাভের মুখ দেখেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আরও দুটি এসি ইএমইউ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল, যেটি রানাঘাট থেকে সকাল ৭টা ১১ মিনিটে ছাড়বে, বনগাঁ পৌঁছবে ৭টা ৫২ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে সকাল ৯টা ৩৭ মিনিটে। বিপরীতে শিয়ালদহ থেকে বিকেল ৬টা ১৪ মিনিটে ছেড়ে বনগাঁ হয়ে রাত ৮টা ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে। অন্যদিকে, শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি লোকাল সকাল ৯টা ৪৮ মিনিটে ছাড়বে এবং দুপুর ১২টা ৭ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছবে। ফেরার পথে কৃষ্ণনগর থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে বিকেল ৩টা ৪০ মিনিটে।
এছাড়াও, বিধাননগর থেকে সন্ধ্যার ব্যস্ত সময়ে আরও ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। একটি নতুন বিধাননগর-কল্যানী লোকাল সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে ছেড়ে রাত ৮টা ৩৬ মিনিটে কল্যানী পৌঁছবে। ফিরতি ট্রেনটি কল্যানী থেকে রাত ৮টা ৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ১০টা ১৯ মিনিটে। পাশাপাশি বারাসত-হাসনাবাদ শাখায়ও এক জোড়া নতুন লোকাল চালু হবে। বারাসত থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি ১টা ৩৮ মিনিটে হাসনাবাদ পৌঁছবে এবং হাসনাবাদ থেকে ফেরার ট্রেনটি ১টা ৫৫ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ২৫ মিনিটে বারাসতে পৌঁছবে।
শিয়ালদহ বিভাগের ডিআরএম রাজীব সাক্সেনার নেতৃত্বে এই নতুন ট্রেন পরিষেবাগুলি দুর্গাপূজার আগে যাত্রীদের জন্য বিশেষ উপহার হিসাবে ছুটতে শুরু করবে। এতে শহর ও শহরতলির পরিবহণ আরও নিরাপদ, আরামদায়ক ও যাত্রীবান্ধব হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।