Javed Akhtar:'তৃণমূলের সরকার মুসলিম লিগ-২', কলকাতায় জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল নিয়ে সোচ্চার শুভেন্দু

Suvendu Adhikri: কলকাতায় প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল ইস্যুতে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দুষে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikri: কলকাতায় প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল ইস্যুতে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দুষে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
হুইস্কি থেকে বিয়ার-রাম, অতিরিক্ত মদ্যপানে বিবাহবিচ্ছেদ!

Javed Akhtar event cancelled: প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার।

Javed Akhtar event cancelled:সোমবারই কলকাতায় পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল খ্যাতনামা গীতিকার জাভেদ আখতারের। তবে কয়েকটি কট্টরপন্থী ইসলামী সংগঠনের আপত্তির জেরে শেষমেষ জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল করা হয়। এই বিষয়টি নিয়ে এবার সোচ্চার হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকারকেই তুলোধোনা করেছেন BJP নেতা।

Advertisment

কলকাতায় জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "এই রাজ্য সরকার কট্টরপন্থী। এরা সুরাবরর্দীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালাচ্ছে। এটা বারবার প্রমাণিত, ভোটব্যাঙ্ক-ধর্মীয় পরিচিতি ইত্যাদি দেখে হয়। বাংলা, বাঙালি নিয়ে যা চলছে, বিধানসভাতেও যে প্রস্তাব আসবে, এটা কাদের জন্য? যারা আকাশকে আসমান বলে, মাকে আম্মা বলে, বাবাকে আব্বা বলে, জলকে পানি বলে। এই সরকার নামেই তৃণমূল কংগ্রেস, কার্যত মুসলিম লিগ-২।"

আরও পড়ুন- Kolkata Weather Update:ফের নিম্নচাপের চোখরাঙানি! তুমুল বৃষ্টির জোরালো পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ চলবে কতদিন?

Advertisment

উল্লেখ্য, 'উর্দু ইন হিন্দি সিনেমা' শীর্ষক একটি সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। হিন্দি সিনেমাগুলিতে কিভাবে উর্দু ভাষার ব্যবহার চলছে সেই সম্পর্কে আলোচনা নিয়ে ছিল এই বিশেষ অনুষ্ঠান।

আরও পড়ুন-Indian Railway: পুজোর আগে যাত্রী স্বার্থে মারকাটারি পরিষেবা! আরও একগুচ্ছ নয়া এসি লোকাল, রেলের উদ্যোগের প্রশংসা সর্বত্র

ওই অনুষ্ঠানে গান,কবিতা পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিও হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল খ্যাতনামা গীতিকার জাভেদ আখতারকে।

আরও পড়ুন-Indian Army:'আয়োজকদের মঞ্চ খুলতে বারবার বলা হয়েছিল', মমতার অভিযোগ খণ্ডন করে জানাল সেনা

তবে জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই কয়েকটি কট্টরপন্থী ইসলামী সংগঠন সোচ্চার হয়। যাদের মধ্যে অন্যতম জমিয়ত উলেমায়ে হিন্দ। তাদের বক্তব্য, জাভেদ আখতার ইসলামের বিরুদ্ধে কথা বলেন, তাই তার মতো ব্যক্তিত্বকে এমন কোনও অনুষ্ঠানে বাংলায় আসতে দেওয়া যাবে না বলে তারা রীতিমতো হুলিয়া জারি করে। পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমিও জাভেদ আখতারের অনুষ্ঠান শেষমেশ স্থগিত করে দেয়।

kolkata Suvendu Adhikari Javed Akhtar