West Bengal News Updates:মহাসপ্তমীতে বিরাট দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু, আর্তনাদ, হাসপাতালে হাহাকার!

West Bengal News Updates 29 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 29 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
accident , WBJEE Result 2025 Live Updates  WBJEE Scorecard Download  WBJEE Official Website  How to check WBJEE Result  WBJEE 2025 result link  West Bengal JEE 2025 scores

West Bengal News Highlights:জানুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট

Kolkata News Updates:মহাসপ্তমীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। সোমবার সকালে বোলপুরের সিয়ানে খানা-খন্দে ভরা রাস্তায় বাস উল্টে গিয়ে মৃত্যু হল এক শিশুর। মারাত্মক এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তাদের উদ্ধার করে বোলপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বীরভূমের কীর্ণাহার থেকে বোলপুরের দিকে যাওয়ার সময় সিয়ান হাসপাতালের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় বাস। তারই জেরে ঘটে ভয়াবহ ওই দুর্ঘটনা।

Advertisment

আরও পড়ুন- Durga Puja 2025 Weather: ফের নিম্নচাপের চোখরাঙানি! তুমুল বৃষ্টির সম্ভাবনা! সপ্তমীর দুপুর গড়ালেই আবহাওয়ায় বড় বদল?

অন্যদিকে, পুজোর মধ্যেই ফের নিম্নচাপের চোখরাঙানি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আজ সপ্তমীতেই। আগামীকাল অষ্টমীর দিন তৈরি হতে পারে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরেই নবমীর দিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

আরও পড়ুন-SEBI: দেশ ছেড়ে পালাতে পারেন ভারতের এই তাবড় স্টক ব্রোকার, বিদেশ-যাত্রায় নিষেধাজ্ঞার দাবি সেবির

  • Sep 29, 2025 13:06 IST

    Kolkata News Live Updates:সপ্তমীর শুভেচ্ছা অভিষেকের

    এক্স পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "নবপত্রিকা ধর্মীয় পবিত্রতায় নিমজ্জিত হওয়ার সাথে সাথে, সপ্তমী মা দুর্গার ঐশ্বরিক উপস্থিতিকে জাগ্রত করে। এটি এমন একটি দিন যা আমাদের আমাদের শিকড়ের সাথে আবদ্ধ করে, নবায়ন এবং বিজয়ের চিরন্তন চক্রের কথা মনে করিয়ে দেয়। বাংলার রাস্তাগুলি যখন ভক্তিতে আলোকিত হয়, আসুন আমরা করুণা বজায় রাখার, দুর্বলদের রক্ষা করার এবং ন্যায়বিচারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি, যে মূল্যবোধগুলি মা নিজেই মূর্ত করেন।"



  • Sep 29, 2025 13:04 IST

    Kolkata News Live Updates:মহাসপ্তমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর!

    এক্স পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "শরৎ আকাশের নীল গগনে মা এসেছে দুর্গা অঙ্গনে "সকলকে জানাই মহাসপ্তমী'র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।"



  • Sep 29, 2025 13:02 IST

    Kolkata News Live Updates:সপ্তমীতে রেকর্ড ভিড়ের আশা

    শহর থেকে জেলা পুজোর দুর্গাপুজোর অনাবিল আনন্দে মাতোয়ারা আট থেকে আশি। ষষ্ঠীর রাত পর্যন্ত কলকাতা সহ জেলায় জেলায় আবহাওয়া ঠিকঠাক থাকায় মনের আনন্দে ঠাকুর দেখেছেন বঙ্গবাসী। গতকাল ষষ্ঠীর রাতে মণ্ডপে-মণ্ডপে জনজোয়ার দেখেছে শহর কলকাতা।আজ কলকাতার পুজোমণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশাবাদী পুজোকর্তারা। আবহাওয়া ঠিকঠাক থাকলে, আগের বারের চেয়েও ঠাকুর দেখায় ভিড়ের রেকর্ড এবার ভেঙে যেতে পারে বলে মনে করছেন তাঁরা। 

     

    Durga puja 2025, kolkata puja, nabapatrika snan, kolkata news,saptami,সপ্তমী,নবপত্রিকা স্নান
    Durga Puja 2025: গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

     



  • Sep 29, 2025 10:28 IST

    Kolkata News Live Updates:কলকাতার সেরা পুজোর সম্মান পেল কারা?

    কলকাতা পুরসভা প্রতিবছরের মতোই এবারও বেছে নিল মহানগরীর সেরা দুর্গাপুজো মণ্ডপগুলিকে। সোমবার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন এবছরের পুরস্কারপ্রাপ্তদের নাম। মোট ৯টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে— সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা বিষয়, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ, শিল্পে উৎকর্ষ, পরিবেশবান্ধব পুজো, সমাজকল্যাণ এবং সেরার সেরা সম্মান।

    বিস্তারিত পড়ুন- Kolkata Puja Awards:'কলকাতাশ্রী ২০২৫': উত্তর না দক্ষিণ! দুর্গাপুজোয় 'সেরার সেরা'র লড়াইকে কে কাকে টেক্কা দিল?



  • Sep 29, 2025 10:26 IST

    Kolkata News Live Updates:তুমুল বৃষ্টির সম্ভাবনা!

    আশঙ্কার কালো মেঘ সরিয়ে হাওয়া অফিসের স্বস্তির বার্তায় দুর্গাপুজোর ষষ্ঠীর রাত পর্যন্ত তেমন বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আজই। নবমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আজ কেমন যাবে সপ্তমীর আবহাওয়া? অষ্টমী থেকেই বড়সড় হওয়া বদল? এসব নিয়ে রইলো আজকের ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025 Weather: ফের নিম্নচাপের চোখরাঙানি! তুমুল বৃষ্টির সম্ভাবনা! সপ্তমীর দুপুর গড়ালেই আবহাওয়ায় বড় বদল?



Durga Puja 2025 Bengali News Today Bengal Weather