Kolkata Metro: কলকাতা মেট্রোরেলের ইতিহাসে এই প্রথমবার! ইউনিয়ন ভোটেও EVM

Metro Railway,Kolkata: কলকাতা মেট্রোরেলের ইতিহাসে এই প্রথমবার। মেট্রোরেলের ইউনিয়ন নির্বাচন EVM-এ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জেরাদার তৎপরতা মেট্রো কর্তৃপক্ষের।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Metro,Metro,metrorail,durga puja 2024,কলকাতা মেট্রো,মেট্রোরেল,দুর্গাপুজো ২০২৪

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro: এবার কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ইভিএমে নির্বাচন। গতকাল এবং আজ ৫ ডিসেম্বর মেট্রো রেলওয়ে ট্রেড ইউনিয়নের নির্বাচন ইভিএমে। মেট্রোরেলের ইতিহাসে ইউনিয়ন নির্বাচন এই প্রথমবার হল EVM-এ। ইভিএমএ কলকাতা মেট্রো ইউনিয়নের নির্বাচন। ৪ এবং ৫ ডিসেম্বর কলকাতা মেট্রো রেলওয়ে ট্রেড ইউনিয়নের নির্বাচনে মোট ৩৩০৩ জন ভোটার তাঁদের মতামত জানাচ্ছেন। ভোট পর্ব অবাধ এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের চেষ্টায় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

Advertisment

ভোট প্রক্রিয়া অবাধ এবং শান্তিপূর্ণ করতে RPF এবং রাজ্য পুলিশের কর্মীদের মোতায়েন করে পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে।কলকাতা মেট্রো রেলের ইতিহাসে এই প্রথমবার ইভিএমে নির্বাচনের বন্দোবস্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ভোট গণনা হবে। সাধারণভাবে লোকসভা, বিধানসভা ভোটে ইভিএম-এর ব্যবহার দেখা যেত। এখনও পর্যন্ত পঞ্চায়েত কিংবা পুরসভার মতো স্থানীয় স্তরের ভোটে ইভিএম-এর ব্যবহার দেখা যায়নি।  

তবে এই প্রথমবার মেট্রোরেলের ইউনিয়নের ভোট ইভিএম-এ। বুধবার থেকে রেলের ইউনিয়নের ভোট শুরু হয়েছে। জানা গিয়েছে, রেলের মোট ১৭ টি জোনে ভোট হচ্ছে। এই ১৭টি জোনের মধ্যে একমাত্র কলকাতা মেট্রোয় ইভিএম-এর ব্যবহার করা হয়েছে। কলকাতা মেট্রো ইউনিয়নের ভোট মোট ৬টি জায়গায় হচ্ছে। মেট্রোরেল ভবন, পার্ক স্ট্রিট, সেন্ট্রাল পার্ক ডিপো, সল্টলেক, টালিগঞ্জের অফিসার্স ক্লাব এবং নোয়াপাড়া প্রশাসনিক ভবনে নির্বাচন প্রক্রিয়া হচ্ছে।

আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডবে সন্ত্রস্ত হিন্দুরা! এপার বাংলায় আগুনে প্রতিবাদে শুভেন্দুরা

Advertisment

আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশে তাণ্ডব মৌলবাদীদের, আক্রান্ত হিন্দুরা, ভারতের জাতীয় পতাকার অপমান, ক্ষোভে ফুঁসছেন একাত্তরের মুক্তিযোদ্ধা

আরও পড়ুন- West Bengal News Live: ঢাকায় পাক কূটনীতিকদের সঙ্গে বৈঠকে খালেদা, ভারত-বিরোধিতায় আরও এক ধাপ বাংলাদেশের?

kolkata metro evm Bangla News Bengali News Today West Bengal News Metro news in west bengal news of west bengal