Kolkata Metro: এবার কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ইভিএমে নির্বাচন। গতকাল এবং আজ ৫ ডিসেম্বর মেট্রো রেলওয়ে ট্রেড ইউনিয়নের নির্বাচন ইভিএমে। মেট্রোরেলের ইতিহাসে ইউনিয়ন নির্বাচন এই প্রথমবার হল EVM-এ। ইভিএমএ কলকাতা মেট্রো ইউনিয়নের নির্বাচন। ৪ এবং ৫ ডিসেম্বর কলকাতা মেট্রো রেলওয়ে ট্রেড ইউনিয়নের নির্বাচনে মোট ৩৩০৩ জন ভোটার তাঁদের মতামত জানাচ্ছেন। ভোট পর্ব অবাধ এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের চেষ্টায় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।
ভোট প্রক্রিয়া অবাধ এবং শান্তিপূর্ণ করতে RPF এবং রাজ্য পুলিশের কর্মীদের মোতায়েন করে পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে।কলকাতা মেট্রো রেলের ইতিহাসে এই প্রথমবার ইভিএমে নির্বাচনের বন্দোবস্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ভোট গণনা হবে। সাধারণভাবে লোকসভা, বিধানসভা ভোটে ইভিএম-এর ব্যবহার দেখা যেত। এখনও পর্যন্ত পঞ্চায়েত কিংবা পুরসভার মতো স্থানীয় স্তরের ভোটে ইভিএম-এর ব্যবহার দেখা যায়নি।
তবে এই প্রথমবার মেট্রোরেলের ইউনিয়নের ভোট ইভিএম-এ। বুধবার থেকে রেলের ইউনিয়নের ভোট শুরু হয়েছে। জানা গিয়েছে, রেলের মোট ১৭ টি জোনে ভোট হচ্ছে। এই ১৭টি জোনের মধ্যে একমাত্র কলকাতা মেট্রোয় ইভিএম-এর ব্যবহার করা হয়েছে। কলকাতা মেট্রো ইউনিয়নের ভোট মোট ৬টি জায়গায় হচ্ছে। মেট্রোরেল ভবন, পার্ক স্ট্রিট, সেন্ট্রাল পার্ক ডিপো, সল্টলেক, টালিগঞ্জের অফিসার্স ক্লাব এবং নোয়াপাড়া প্রশাসনিক ভবনে নির্বাচন প্রক্রিয়া হচ্ছে।