/indian-express-bangla/media/media_files/4SauLA4stO6kwGa9YzI0.jpg)
News in West Bengal Highlights: গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: বাংলাদেশের (Bangladesh) দিকে দিকে আক্রান্ত হচ্ছে হিন্দুরা। নৈরাজ্যের প্রতিবেশী দেশে বেছে বেছে হিন্দু মহল্লায় আক্রমণ চলছে। হিন্দুদের দোকান,বাড়িঘরে চলছে ভাঙচুর-লুঠপাট। দিকে দিকে মন্দিরেও ভাঙচুর চালাচ্ছে কট্টরবাদীরা। বাংলাদেশে কট্টরবাদীদের উপর্যুপরি হামলায় প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছে সে দেশের সংখ্যালঘু সমাজ। এই পরিস্থিতিতে বাংলাদেশে 'শান্তি বাহিনী' পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ। "একজন মুখ্যমন্ত্রী তো কথার ওজন থাকবে? এখানে যাঁরা পড়তে বা কোনও কাজে এসেছেন সেই ভারতীয়রা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে কোনও খবর আমাদের কাছে নেই।" এমনই জানিয়েছেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus) সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে, জামিন চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দরবারে ফের মুখ পুড়লো পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। অর্পিতা মুখোপাধ্যায় সদ্য জামিন পেয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আরও কয়েকজনের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল অর্পিতা মুখোপাধ্যায়-সহ বাকিদের তুলনা টেনে সুপ্রিম কোর্টে ফের একবার জামিনের জন্য আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, অন্যরা জামিন পেলে তিনি কেন পাবেন না? পার্থের সেই কথায় তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের। বিচারপতি সূর্যকান্তর মন্তব্য, "নিয়োগ দুর্নীতি মামলায় অন্য অভিযুক্তদের সঙ্গে নিজের তুলনা করার আগে পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। পার্থ মন্ত্রী ছিলেন। অন্যরা তাঁর জন্য দুর্নীতির মামলায় জড়িয়েছেন। আপাতভাবে এটা স্পষ্ট হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত লোক। কারণ তাঁর ঠিকানা থেকেই কোটি-কোটি টাকা উদ্ধার হয়েছে।" এরই পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তিনি তদন্তের কাজ কোনওভাবে প্রভাবিত করতে পারেন না তা খতিয়ে দেখতে বলেছে আদালত।
অন্যদিকে, ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল 'অ্যাকশন'ও শুরু নবান্নের। রাজ্য পুলিশে খোলনলচে বদলের পথে সরকার। ইতিমধ্যেই রাজ্যের গোয়েন্দা প্রধান আর রাজাশেখরনকে বদলি করে দেওয়া হয়েছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এডিজি (প্রশিক্ষণ) পদে। অন্যদিকে এতদিন এডিজি (প্রশিক্ষণ) পদের দায়িত্বে থাকা আইপিএস অফিসার দময়ন্তী সেনকে পাঠানো হয়েছে এডিজি (পলিসি) পদে। এডিজি (পলিসি) পদে থাকা আর শিবকুমারকে পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট বিভাগে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বদলি হয়েছে রাজ্য পুলিশে। মাসখানেক আগেই একটি প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই কথাতেই পুলিশ বিভাগে রদবদলের ইঙ্গিত ছিল স্পষ্ট। বুধবার সেই প্রক্রিয়াও শুরু করে দিল নবান্ন।
-
Dec 05, 2024 19:05 IST
West Bengal News Live: বাংলাদেশের পতাকার অবমাননা, বারাসতে পুলিশের জালে ৩
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল বারাসত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার অভিযোগ ওঠে হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যদের বিরুদ্ধে।
-
Dec 05, 2024 19:04 IST
West Bengal News Live: প্রশ্নপত্র ফাঁস রুখতে উচ্চ মাধ্যমিকে নয়া নিয়ম
উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিগত দিনে যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপার ভাইজারের ঘরে খোলা হত। কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে।
-
Dec 05, 2024 16:52 IST
West Bengal News Live: মেয়ের বিচারের দাবিতে ফেসবুক পেজ আরজি কর নির্যাতিতার মা-বাবার
মেয়ের মৃত্যুর বিচারের দাবি চেয়ে এবার ফেসবুকে পেজ খুললেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা-বাবা। চারের দাবি জানিয়ে সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও বার্তা। বাংলা তথা গোটা দেশের মানুষকে পাশে থাকার অনুরোধ করেছেন কন্যাহারা দম্পতি।
-
Dec 05, 2024 16:26 IST
West Bengal News Live:জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত
জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সরদারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। আগামিকাল সাজা ঘোষণা করবেন বিচারক। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চ্যাটার্জি আজ অভিযুক্তকে দোষী বলে সাব্যস্ত করেছেন। জয়নগরের নক্কারজনক সেই ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা হতে চলেছে শুক্রবার। মোট ৩৬ জন সাক্ষী দিয়েছিলেন। ৩০ অক্টোবর চার্জশিট জমা পড়েছিল। ৫ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।
-
Dec 05, 2024 16:12 IST
West Bengal News Live:মমতার সরকারের পাশে শুভেন্দু
বিধানসভায় বিরল ছবি। বহুদিন পর রাজ্য বিধানসভায় শাসক ও বিরোধী দলের এক সুর। শুধু তাই নয়, রাজ্য সরকারের কলকাতা-ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাবে সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সঙ্গেও প্রয়োজনে কথা বলার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।
-
Dec 05, 2024 15:35 IST
West Bengal News Live:মহুয়া মৈত্রের বিরুদ্ধে চিঠি
এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তৃণমূলেরই ছয় বিধায়ক। নিজের লোকসভা কেন্দ্র এলাকায় বিধায়কদের এড়িয়ে দলের বুথ সভাপতি, অঞ্চল সভাপতিকে ইচ্ছেমতো বদলাচ্ছেন মহুয়া, তৃণমূলনেত্রীকে লেখা অভিযোগপত্রে এমনই নালিশ বিধায়কদের। এমনকী এলাকায় বিরোধীদের ইন্ধন জোগাচ্ছেন মহুয়া, এমনও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
বিস্তারিত পড়ুন- Mahua Moitra: মহুয়ায় চটে লাল তাঁরই এলাকার তৃণমূল বিধায়করা, মমতাকে চিঠি বিক্ষুব্ধদের
-
Dec 05, 2024 15:20 IST
West Bengal News Live:ডাকাত ধরল পুলিশ!
ঠিক যেন হিন্দি সিনেমার শ্যুটিং। ডাকাতি করে দুষ্কৃতীরা হাইওয়ে দিয়ে রুদ্ধশাসে বাইক ছোটাচ্ছে পিছনে ধাওয়া করেছে পুলিশ। বুধবার গভীর রাতের এই ঘটনা। কালনা থেকে ডাকাতি করে দুটি বাইক নিয়ে ডাকাতদল হুগলি সীমানা দিয়ে পালাচ্ছিল। এই খবর দ্রুত হুগলি পুলিশের কাছে পৌঁছোয়। খবর আসা মাত্র হুগলি জেলা পুলিশ অসম রোডে নাকা চেকিং শুরু করে দেয়। ডাকাতি করে ডাকাতরা কালনার দিক থেকে অসম রোড (অধুনা এস.টি.কে.কে রোড) দিয়ে দুটি বাইক নিয়ে পালাচ্ছিল হুগলির দিকে। ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে হুগলির মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি করছিল। সেখানেই পাকওড়া করা হয় দুই দুষ্কৃতীকে।
বিস্তারিত পড়ুন- Hooghly News: মুহূর্তের খবরেই দুরন্ত 'অ্যাকশন', ফিল্মি কায়দায় হানা দিয়ে ডাকাত ধরল পুলিশ!
-
Dec 05, 2024 13:52 IST
West Bengal News Live:বিরাট শঙ্কায় রামমন্দিরের প্রধান পুরোহিত!
বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর হামলা, আক্রমণ চলছে। ফি দিন সে দেশের জেলায় জেলায় ভেঙে তছনছ করা হচ্ছে হিন্দুদের মন্দির। এই পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বিরাট আশঙ্কা প্রকাশ করলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তাঁর উদ্বেগ, "সরকার কিছু না করলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলতেই থাকবে। পাকিস্তানে যা হয়েছে তা বাংলাদেশেও হবে।"
-
Dec 05, 2024 12:48 IST
West Bengal News Live:আফগানিস্তানের পথে বাংলাদেশ?
আফগানিস্তানের পথে বাংলাদেশ? মহিলাদের বাজারে যাওয়ায় 'নিষেধাজ্ঞা' জারি মৌলবাদীদের। বেছে বেছে হিন্দু মহল্লায় আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। এরই মাঝে এক্স হ্যান্ডলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর দাবি, "গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা।"
বিস্তারিত পড়ুন- Bangladesh News: 'মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা', তালিবানি শাসন শুরু বাংলাদেশেও?, অগ্নিমিত্রার পোস্টে প্রশ্ন
A shocking fatwa against women has been declared in Bangladesh, drawing unsettling parallels to Afghanistan's oppressive regime. Even more appalling, this has occurred in Gopalganj—the birthplace of Bangabandhu Sheikh Mujibur Rahman and the home of Prime Minister Sheikh Hasina.… pic.twitter.com/K3Hch1l1f9
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) December 5, 2024 -
Dec 05, 2024 12:29 IST
West Bengal News Live:হাসপাতালে অর্পিতা
নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়েছেন তিনি। জামিন পেয়ে বাড়িতে ফিরতেই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। জানা গিয়েছে, ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটে সংক্রমণের কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
-
Dec 05, 2024 12:12 IST
West Bengal News Live:ইউনিয়ন ভোটেও EVM
এবার কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ইভিএমে নির্বাচন। গতকাল এবং আজ ৫ ডিসেম্বর মেট্রো রেলওয়ে ট্রেড ইউনিয়নের নির্বাচন ইভিএমে। মেট্রোরেলের ইতিহাসে ইউনিয়ন নির্বাচন এই প্রথমবার হল EVM-এ। ইভিএমএ কলকাতা মেট্রো ইউনিয়নের নির্বাচন। ৪ এবং ৫ ডিসেম্বর কলকাতা মেট্রো রেলওয়ে ট্রেড ইউনিয়নের নির্বাচনে মোট ৩৩০৩ জন ভোটার তাঁদের মতামত জানাচ্ছেন। ভোট পর্ব অবাধ এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের চেষ্টায় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোরেলের ইতিহাসে এই প্রথমবার! ইউনিয়ন ভোটেও EVM
-
Dec 05, 2024 09:53 IST
West Bengal News Live:ফোর্ট উইলিয়মে আসছেন না মুক্তিযোদ্ধারা
এবার বিজয় দিবসের অনুষ্ঠানে কলকাতার ফোর্ট উইলিয়মের বিশেষ অনুষ্ঠানে আসছেন না বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সে দেশের কোনও সেনা আধিকারিক বা কূটনীতিক এই অনুষ্ঠানে আসবেন না। এমনকী প্রতিবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। সম্ভবত তিনিও এবার এই অনুষ্ঠানে গরহাজির থাকতে পারেন।
-
Dec 05, 2024 09:49 IST
West Bengal News Live: বন্ধ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুল!
উত্তর ২৪ পরগনার বারাসত এলাকাটি অত্যন্ত জনবহুল ও যানজটপূর্ণ একটি এলাকা। মূলত যশোহর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী হিসেবে বিগত কয়েক বছর থেকে বারাসাত উড়ালপুল ব্যবহার করা হয়। এটি বারাসাত চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে সংযোগ স্থাপন করে।
তবে বর্তমানে ব্রিজটি সংস্কারের জন্য আগামী চার মাসের জন্য নির্দিষ্ট দুটি দিনে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সপ্তাহের শেষ দু'দিন কেবল শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুল। বাকি দিনে স্বাভাবিক ভাবে উড়ালপুল চালু থাকলেও পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।বিস্তারিত পড়ুন- West Bengal News: এখনই সংস্কার জরুরি, চার মাসের জন্য বন্ধ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুল!
-
Dec 05, 2024 08:39 IST
West Bengal News Live: সপ্তাহান্তে হু হু করে নামবে পারদ?
ধীরে ধীরে ফর্মে ফিরছে শীত (Winter)। ঘূর্ণিঝড়ের কালো মেঘ সরে যেতেই ফের রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কাটতে চললেও এখনও হাড়কাঁপানো ঠান্ডা দেখেনি বাংলা। তবে এবার অল্প কয়েকদিনের মধ্যেই বাঙালির শীত-সুখ শুরু। অন্তত তেমনই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।চলতি সপ্তাহ শেষের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যাবে। এক ধাক্কায় ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: উত্তুরে হাওয়া গতি পাবে আজ থেকেই, সপ্তাহান্তে হু হু করে নামবে পারদ?
-
Dec 05, 2024 08:08 IST
West Bengal News Live: বাংলাদেশিদের হোটেলে ঠাঁই হল না
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন ঘোষ পরিবারের তিনজন। মালদার মহদিপুরের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে প্রবেশ করে তাঁদের পড়তে হল মহাবিপাকে। বুধবার মালদায় রাত কাটিয়ে বৃহস্পতিবার ট্রেনে করেই কলকাতায় যাওয়ার কথা বাংলাদেশি ওই পরিবারটির। কিন্তু মালদা শহরে এসে হোটেল পাওয়া নিয়েই সমস্যায় পড়লেন ওপার বাংলার ঘোষ পরিবার। অবশেষে স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটাতে হয় তাঁদের।
বিস্তারিত পড়ুন- Bangladesh Crisis: পায়ের নীচে ভারতের জাতীয় পতাকা, বাংলাদেশিদের হোটেলে ঠাঁই দিল না বাংলার এই জেলা