/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/WhatsApp-Image-2024-08-14-at-1.44.31-PM.jpeg)
নাম জড়াচ্ছে কাদের?
RG Kar Incident: আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির ছাত্রী-খুনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা বাড়ছে। মারাত্মক এই অভিযোগ নিয়ে এবার দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সস্ত্রীক প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র।
তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, "আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রী মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম বোধিস্বত্ব মহাপাত্র। সে ২০১৭ সালে পাশ আউট। বর্তমানে আমার ছেলে পাঁশকুড়া-১ পীৎপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের BMOH হিসেবে চাকরি করছে। যে মেয়েটি মারা গিয়েছে সেও আমার মেয়ের মতো। আমরাও চাই সঠিক তদন্ত হোক।"
তিনি আরও বলেন, "তদন্তের স্বার্থে আমি, আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না। এটা একটা প্রবাদ বাক্য। কিন্তু এখন খায়।" ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তাঁর দলেরই একাংশ করেছে বলে সন্দেহ প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সৌমেনকুমার মহাপাত্র দলের শীর্ষ নেতৃত্বের 'গুড বুক' থেকে দূরে রয়েছেন। চক্রান্ত করে তাঁদের পরিবারের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূল বিধায়কের।
আরও পড়ুন- RG Kar Case: শুধুই সঞ্জয়? নাকি নৃশংস খুনের ‘নায়ক’ আরও কেউ? CBI-এর রুদ্ধশ্বাস জেরা ধৃতকে
এদিকে, আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে CBI। ধৃত সঞ্জয় রায়কে আজই কলকাতা পুলিশ CBI-এর হাতে তুলে দিয়েছে। এই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য-প্রমাণ কলকাতা হাইেকার্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ। এই ঘটনার তদন্তে দিল্লি থেকে কলকাতায় এসেছেন CBI-এর দুঁদে অফিসাররা।
আরও পড়ুন- RG Kar Case: দিল্লি থেকে দুঁদে অফিসাররা কলকাতায়, আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে?
আরও পড়ুন- RG Kar Case: ‘আমিও মেয়ের বাবা, নাতনির দাদু’, আজ রাতের প্রতিবাদে থাকছেন তৃণমূলের এই দাপুটে সাংসদ